১১ জেলেকে হত্যা- জড়িতদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন
বরগুনার পাথরঘাটার ১১ জেলেকে হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই ১১ জেলের পরিবার ও স্বজনেরা।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কোয়ারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ওই ১১ জেলে পরিবার ও স্বজনের সঙ্গে স্থানীয় স্বেচ্ছায় রক্তদান সংগঠন প্রত্যয়ের উদ্যমী তরুণ ও যুবকেরা অংশ নেন। মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা-কর্মী, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষও যোগ দেন।গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কোয়ারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত সৈয়দ আলমের স্ত্রী ফরিদা বেগম, আব্বাস উদ্দিনের স্ত্রী আসমা বেগম, বেল্লালের মা খাদিজা বেগম, রাজা ও সুমনের বাবা জালাল আহম্মেদ, রফিকের বাবা রুস্তুম আলী, সিদ্দিকুর রহমানের ভাই জয়নাল আবেদীন, প্রত্যয়ের সভাপতি মেহেদী সিকদার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন হত্যার শিকার ১১ জেলে পরিবারের পক্ষে ফরিদা বেগম।
No comments