সার্কুলার প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম- সীতাকুণ্ড শিপব্রেকিং
স্ক্র্যাপ জাহাজ আমদানিতে প্রদত্ত
সাকুলার প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে শিপব্রেকিং ব্যবসায়ী ও এর
সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যবসায়ীরা। এর মধ্যে সমস্যা সমাধান করা না হলে সড়ক ও
রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
মঙ্গলবার সীতাকু- ফৌজদারহাটের একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন ব্যবসায়ী ও
পেশাজীবীর সঙ্গে এক মতবিনিময়সভায় এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ শিপব্রেকার্স
এ্যাসোসিয়েশনের প েসিনিয়র সহসভাপতি আলহাজ কামালউদ্দিন আহমদ চৌধুরী
মতবিনিময়সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এতে বক্তব্য রাখেন সীতাকু-
উপজেলা চেয়ারম্যান আবদুলস্নাহ আল বাকের ভুঁইয়া, ক্যাপ্টেন এনাম চৌধুরী,
বিএসবিএ'র সিনিয়র সদস্য মাস্টার আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান আলহাজ
নুরউদ্দিন, ইঞ্জিনিয়ার আজিজুল হক, শ্রমিক নেতা সফর আলী, লৌহজাত ব্যবসায়ী
সমিতির সভাপতি সাইফুল হুদা জাহাঙ্গীর। বক্তারা বলেন, বাণিজ্যনীতিতে যে শর্ত
জুড়ে দেয়া হয়েছে তা বহাল থাকলে দেশের শিপব্রেকিংয়ের ব্যবসা বন্ধ হয়ে যাবে।
বেকার হবে এ খাতের সঙ্গে যুক্ত লাখ লাখ মানুষ। সরকার হারাবে শত শত কোটি
টাকার রাজস্ব। এছাড়া কাঁচামালের অভাবে ৫ শতাধিক রিরোলিং ও স্টীল মিল বন্ধ
হয়ে যাবে।
No comments