ডিজিটালমেলা আজ শুরু
আজ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে তিন দিনব্যাপী শুরম্ন
হচ্ছে 'ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১০।' মেলা চলবে ৬ মার্চ পর্যনত্ম। সরকারী
সেবা দ্রম্নত, সহজভাবে ও স্বল্পমূল্যে মানুষের কাছে পেঁৗছে দেয়ার উদ্যোগ
তুলে ধরতে এ মেলার আয়োজন।
আজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন
করবেন প্রধানমন্ত্রী। দেশে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা
উপলৰে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ জিলস্নুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। এবারের মেলায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১১২ এবং বেসরকারী ছয়টি
সংস্থার ছয়টি প্যাভেলিয়ন থাকছে। এ ছাড়া টেলিভিশন-রেডিওসহ দৈনিক পত্রিকার
জন্য স্টল রাখা হয়েছে। সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১০টা
থেকে রাত ৮টা পর্যনত্ম মেলা চলবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ
No comments