কিবরিয়া হত্যায় রিমান্ডের শুনানিতে হবিগঞ্জে বাবর ডিম জুতো
বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরম্নদ্ধে বিুব্ধ জনতা ও সরকারদলীয় নেতা-কমর্ীদের মুহুর্মুহ সেস্নাগান, সমাবেশ,ফাঁসি দাবি, ডিম ছোড়া, জুতা নিপে ও কুশপুতুল দাহের মতো হ-য-ব-র-ল এক পরিস্থিতিতে বৃহস্পতিবার হবিগঞ্জ ছিল এক উত্তাল শহর। আর এরই মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শামস্ কিবরিয়া হত্যার কু, গ্রেনেডসহ আরও নানা উৎস উদঘাটনের ল্যে রিমান্ড আবেদন শুনানির জন্য ওই দিন অপরাহ্নে হবিগঞ্জের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব বিশ্বাসের কগনিজেন্স কোর্ট-১ এ সাবেক ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে হাজির করে পুলিশ। শুধু তাই নয়, বিজ্ঞ আদালত তার ৬ দিনের রিমান্ডও মঞ্জুর করে। আদালতপাড়া ও আশপাশ এলাকা জুড়ে এ সময় ছিল উৎসুক জনতার, মিডিয়া কমর্ী, আইনজীবীদের ভিড় আর কড়া পুলিশী প্রহরা। বিগত ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে দুষ্কৃতকারীদের ছোড়া গ্রেনেডে আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শামস্ কিবরিয়া হত্যা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত বিএনপি-জামায়াত জোট সরকারের বহুল আলোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ওই দিন দুপুর প্রায় ২টা ৫৭ মিনিটে হবিগঞ্জের ওই আদালতে হাজির করা হয়। ৩টায় বিজ্ঞ বিচারক রাজীব বিশ্বাস এজলাসে আসীন হলে শুরম্ন হয় কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত আসামি বাবরের রিমান্ড শুনানি। মামলার নতুন তদনত্মকারী কর্মকর্তা সিআইডির এএসপি রফিকুল ইসলাম ওই মামলায় বাবরের বিরম্নদ্ধে চাওয়া ১০ দিনের রিমান্ড শুনানিতে রাষ্ট্রপ েঅংশ নেন, বিজ্ঞ পিপি আকবর হুসেন জিতু ও এপিপি আলমগীর ভুইয়া বাবুল, জেলা বারের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার আলী, এপিপি আবুল মনসুর ও সিরাজুল হক চৌধুরীসহ অর্ধশতাধিক আওয়ামী লীগদলীয় আইনজীবী। অপরদিকে আসামির প েঅংশ নেন, ঢাকা থেকে আগত এ্যাডভোকেট সানাউলস্নাহ, এ্যাডভোকেট আমিনুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুলস্নাহ আল হাসান ও স্থানীয় আইনজীবী আফরাজ আফগান,আজমান আলীসহ অর্ধশতাধিক। রিমান্ড আবেদন শুনানিকালে তুমুল হট্টগোলসহ দু'পরে আইনজীবীরা বার কয়েক বাকযুদ্ধেও লিপ্ত হন। ফলে বিজ্ঞ বিচারক বেশ কয়েকবার তাদের বিরত রাখার চেষ্টা চালান। এর মধ্যে রিমান্ড আবেদনের প-েবিপ েআইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরেন। দীর্ঘ প্রায় দু'ঘণ্টা বিজ্ঞ বিচারক তাদের যুক্তিতর্ক শুনে কিবরিয়া হত্যার কুসহ আরও তথ্য উদঘাটনের জন্য ১০ দিনের পরিবর্তে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে বাবরকে ১০ মিনিট কথা বলারও সুযোগ দেন বিজ্ঞ বিচারক।
No comments