যশোরে ১৬ রাজাকারের বিরুদ্ধে মামলা- মুক্তিযোদ্ধা অপহরণ হত্যা
মুক্তিযুদ্ধকালে পাঁচ মুক্তিসেনাকে অপহরণের পর হত্যা ও লুটপাটের অভিযোগে যশোরের আদালতে ১৬ জনের বিরম্নদ্ধে মামলা হয়েছে। কেশবপুর উপজেলার সারম্নটিয়া গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুুলাহ আল মামুনের আদালতে মামলাটি করেন।
অভিযুক্তরা_ উপজেলার আগরহাটি গ্রামের মৃত পাচু মোলার ছেলে আব্দুল বারী ওয়াদুদী, মৃত ঝাড়ু শেখের ছেলে মজিদ শেখ, একই গ্রামের আব্দুল বারিক গোলদার, ভরত ভায়না গ্রামের আলী ফকিরের ছেলে হাশেম ফকির, আনছার ফকির, ইমান আলী সরদারের ছেলে ওয়াজেদ আলী সরদার, শরিতুল্যা ফকিরের ছেলে কেসমত ফকির, মোজের আলী সরদারের ছেলে মোকছেদ আলী সরদার, ইমান আলী গাজীর ছেলে এজাহার আলী গাজী, তাহেজ মোলার ছেলে আনছার মোলা দর্জি, সন্ন্যাসগাছা গ্রামের মৃত শের আলী সরদারের ছেলে আব্দুল বারিক সরদার, মৃত কায়েম শেখের ছেলে গনি শেখ, ভেরচী গ্রামের মৃত মোজাম শেখের ছেলে শমসের শেখ, নেহালপুর গ্রামের মৃত আকবর কারিগরের ছেলে ইব্রাহিম কারিগর, কানাইডাঙ্গা গ্রামের খোকন ঢালীর ছেলে আমিন ঢালী ও মৃত হাশেম গাজীর ছেলে বদিয়ারজামান।
No comments