আসামি না হয়েও ৩ বছর জেলে
কোর্ট রিপোর্টার ॥ নাম বিভ্রাট, মামলার আসামি না হয়েও ফজলুর রহমান প্রায় ৩ বছর কারাগারে। ফজলুর রহমান কিশোরগঞ্জ জেলার সদর থানার মৃত ঈমান আলীর পুত্র।
জানা যায়, কিশোরগঞ্জ জেলার বাইনাকান্দি গ্রামের ঈমান আলীর ছেলে সাজুকে ২০০৩ সালের ৭ মে ঢাকার কেরানীগঞ্জ থানার পুলিশ বিস্ফোরক আইনের এক মামলায় গ্রেফতার করে। ২০০৪ সালের ১২ মে সাজু আদালত থেকে জামিন পায়। জামিনের পর সাজু আদালতে হাজিরা না দেয়ার আদালত তার জামিন বাতিল করে তার গ্রামের ঠিকানায় গ্রেফতারী পরোয়ানা পাঠায়। সাজু মনে করে পুলিশ ফজলুর রহমান ওরফে ফজলুকে ২০০৭ সালের জানুয়ারি মাসে গ্রেফতার করে ঢাকা কারাগারে প্রেরণ করে। ফজলুর আইনজীবী শফিকুর রহমান জানান, দীর্ঘ ৩ বছরে ফজলুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। অবশেষে ফজলুর আইনজীবীর আবেদনের প্রেেিত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। ফজলুর আইনজীবী আদালতে দাবি করেন প্রকৃত আসামি সাজু এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতার না করে পুলিশ ভুলবশত ফজলুর রহমান ওরফে ফজলুকে গ্রেফতার করেছে। বিশেষ ট্রাইবু্যনাল ৯-এর বিচারক সাইফুল ইসলাম প্রকৃত আসামি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য মামলার তদনত্ম কর্মকর্তাকে আদালতে তলব করেছেন।
No comments