যাজিকার ভূমিকায়
অভিনেত্রী ফ্রিদা পিন্টো। তিনি রূপ, গুণ ও অভিনয় দৰতার জন্য অনেকের কাছেই পরিচিত। আর তাঁর ভক্তের কথা নাইবা বললাম। কারণ তা তো অগণিত। তাঁর ভক্তদের জন্য সুখবর।
অস্কার জয়ী 'সস্নাম ডগ মিলেয়নিয়ার'খ্যাত এই সুন্দরী এবার 'ওয়ার এ্যান্ড দ্য গড' নামের এক ছবিতে গ্রীক যাজিকার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। ছবিটি গ্রীক মাইথোলজি ওপরে নির্মিত হবে। পরিচালনা করবেন তারসেম সিং। ধারণা করা হচ্ছে, 'ওয়ার এ্যান্ড দ্য গড' ছবিটির কাজ আগামী এপ্রিল থেকেই শুরম্ন হবে। ছবিটি এক তরম্নণ যোদ্ধার কাহিনী নিয়ে নির্মাণ করা হবে যেখানে ফ্রিদা এই যোদ্ধার সাহায্যকারী এক যাজিকার ভূমিকায় অভিনয় করবেন। এবার দেখার পালা যাজিকার ভূমিকায় অভিনয় করে তিনি ভক্তদের মন কতটা জয় করতে পারেন। তবে অনেকেরই ধারণা ওই ছবিতে অভিনয় করে তিনি সকলকেই তাক লাগিয়ে দেবেন।উলেস্নখ্য, এই ভারতীয় সুন্দরী ইতোমধ্যেই উডি এ্যালেনের পরবর্তী ছবির একটি চরিত্রেও অভিনয় করবেন।
সূত্র : প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া অনলাইন
No comments