কণ্ঠশিল্পী মিঠু ব্রেন টিউমারে আক্রান্ত, সাহায্য করুন
প্রিয় দেশবাসী, শিবালয় ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক, কণ্ঠশিল্পী মিঠু সূত্রধরের (৩২) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ব্রেন টিউমারে আক্রানত্ম হয়ে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন।
ক্রমেই স্বাভাবিক কর্মমতা হারিয়ে ফেলছেন তিনি। জরম্নরীভিত্তিতে ভারতের চেন্নাই হাসপাতালে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য বিশাল অঙ্কের টাকা প্রয়োজন, যা যোগাড় করা মিঠুর পরিবারের প েসম্ভব হচ্ছে না। বেঁচে থাকার আকুল মিনতি জানিয়েছেন তিনি। এমতাবস্থায় মিঠু সূত্রধরের চিকিৎসার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আনত্মরিক সহযোগিতা কামনা করেছে তার পরিবার ও শুভাকাঙ্ৰীরা। অসহায় কণ্ঠশিল্পীর চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করম্নন এই মোবাইল নম্বরে ০১৭১৭৩৮৬৭৩৪ ও ০১৭১১১১০৯৪৭। আর সাহায্য দিন মিঠুর এই সঞ্চয়ী হিসাবে_ অগ্রণী ব্যাংক লিঃ, আরিচাঘাট শাখা, হিসাব নং-৬৫০১।ঘোষণা দৈনিক জনকণ্ঠ 'মানুষ মানুষের জন্য' বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রাথর্ীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
No comments