গাজীপুরে সোয়েটার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ॥ পুড়ে হত ১৮
গাজীপুরের গরীব এ্যান্ড গরীব সোয়েটার ফ্যাক্টরিতে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় ভবনের উপর তলায় আটকা পড়া ১৮ শ্রমিকের লাশ উদ্ধার করেছে দমকল কর্মীরা। আগুন নেভাতে গিয়ে এবং আটকা পড়ে অনত্মত অর্ধশতাধিক গার্মেন্টস শ্রমিক আহত হয়েছে। জানা গেছে, গাজীপুর সদরের ভোগড়াস্থিত গরীব এ্যান্ড গরীব সোয়েটার ফ্যাক্টরিতে উৎপাদন কাজ চলছিল। এ সময় সাততলা ভবনের দোতলায় ফিনিশিং সেকশনে রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দোতলার পুরো ফোরে ছড়িয়ে পড়ে। এ সময় ফ্যাক্টরির উৎপাদন কাজ বন্ধ থাকলেও বেশ কয়েক শ্রমিক-কর্মচারী ফ্যাক্টরি ভবনের বিভিন্ন সেকশনে কাজ করছিল। আগুনের লেলিহান শিখা দেখে এসব শ্রমিক-কর্মচারীর অধিকাংশই ওই ভবন থেকে বেরিয়ে এলেও বেশ কয়েক শ্রমিক বেরিয়ে আসতে পারেনি। আগুনের তীব্রতা ভয়ঙ্কর রূপ নেয়। এ সময় কালো ধোঁয়ায় পুরো ফ্যাক্টরি ও আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক-কর্মচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরম্ন করে। অনেকে ফ্যাক্টরি হতে বেরিয়ে আসতে পারলেও অধিকাংশই ভেতরে আটকা পড়ে যায়। আগুনের ভয়াবহতার কারণে আটকেপড়া শ্রমিক-কর্মচারীরা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে না পেরে উপরে বিভিন্ন তলায় গিয়ে আশ্রয় নেয়। এ সময় অক্সিজেনের অভাবে অনেকেই লুটিয়ে পড়ে। সংবাদ পেয়ে গাজীপুর ও টঙ্গী দমকল বাহিনীর ৪টি ইউনিট ঘটনাস্থলে পেঁৗছে আগুন নেভানোর কাজ শুরম্ন করে এবং আটকে পড়া শ্রমিদের উদ্ধার করে। পরে ঢাকা থেকে কুর্মিটোলা দমকল বাহিনী এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দমকল বাহিনীর সদস্যরা ভবনের বিভিন্ন তলায় তলস্নাশি চালিয়ে ৫ পুরম্নষসহ ১৮ শ্রমিকের লাশ উদ্ধার করে। এ সময় আগুন নেভাতে গিয়ে এবং আটকা পড়ে অনত্মত অর্ধশতাধিক গার্মেন্টস শ্রমিক আহত হয়েছে। এ সময় হাজার হাজার মানুষ নিখোঁজ শ্রমিক-কর্মচারীদের খোঁজে ফ্যাক্টরি এলাকায় ভিড় জামায়। প্রাথমিকভাবে অগি্নকা-ের কারণ ও য়তির পরিমাণ জানা যায়নি। তবে বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
No comments