ছোটরাও by শফিক ইমতিয়াজ
মাঠে ছিল গাঁড়া বাঁশ—বিশ হাত লম্ব
সেই বাঁশ বেয়ে উঠে কে দেখাবে দম্ভ?
চার হাত উঠে হাল ছাড়ে শিম্পাঞ্জি
সেই বাঁশ বেয়ে উঠে কে দেখাবে দম্ভ?
চার হাত উঠে হাল ছাড়ে শিম্পাঞ্জি
ছয় হাত বেয়ে পড়ে গেল হনুমানজি।
বাঁশখান ছিল বটে ভালো করে চাচ্ছা
হাসিমুখে এল এক বাঁদরের বাচ্চা
শুরু করে দিল ঠিক বাঁশ বেয়ে উঠতে
সব পশু ছুটে এল আনন্দ লুটতে।
বাঁদরের বাচ্চাটি দরদর ঘামছে
তিন হাত উঠছে তো দুই হাত নামছে
অবশেষে পৌঁছে গেল সর্বোচ্চে
পুরো এই ছড়াটার সারকথা হচ্ছে—
ছোট বলে অবহেলা করবে না কাউকে
ছোটরাও আলো করে দিতে পারে গাঁওকে।
বাঁদরের বাচ্চাটি বাঁশ বেয়ে উঠছে
চোখে তার বিজয়ের খুশি রং ফুটছে
দূর থেকে তাই দেখে মুই হইলাক থ
বাঁশখান চাঁছা ছিল, ছিল তৈলাক্ত!
বাঁশখান ছিল বটে ভালো করে চাচ্ছা
হাসিমুখে এল এক বাঁদরের বাচ্চা
শুরু করে দিল ঠিক বাঁশ বেয়ে উঠতে
সব পশু ছুটে এল আনন্দ লুটতে।
বাঁদরের বাচ্চাটি দরদর ঘামছে
তিন হাত উঠছে তো দুই হাত নামছে
অবশেষে পৌঁছে গেল সর্বোচ্চে
পুরো এই ছড়াটার সারকথা হচ্ছে—
ছোট বলে অবহেলা করবে না কাউকে
ছোটরাও আলো করে দিতে পারে গাঁওকে।
বাঁদরের বাচ্চাটি বাঁশ বেয়ে উঠছে
চোখে তার বিজয়ের খুশি রং ফুটছে
দূর থেকে তাই দেখে মুই হইলাক থ
বাঁশখান চাঁছা ছিল, ছিল তৈলাক্ত!
No comments