আবার লড়বেন বারলুসকোনি
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি আগামী পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি গত মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের 'পোর্তা এ পোর্তা' শীর্ষক জনপ্রিয় একটি সংবাদ আয়োজনে অংশ নেন। সেখানেই এ ঘোষণা দেন বারলুসকোনি।
অনুষ্ঠানে তাঁকে বেশ লড়াকু, আত্মবিশ্বাসী এবং এখনো ইতালীয়দের ব্যাপারে যথেষ্ট চিন্তিত দেখাচ্ছিল। ২০ বছরের মধ্যে চতুর্থবারের মতো নির্বাচনে লড়বেন কি না_এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমাকে আপনাদের (ইতালির) প্রয়োজন আছে।' তিনি ইতালির প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নৈতিক বাধ্যবাধকতা অনুভব করেন বলে জানান। তিনি অজনপ্রিয় সম্পত্তি কর তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সতর্কবাণীর সুরে তিনি বলেন, টেকনোক্র্যাট কিংবা 'নির্বোধ বামপন্থীরা' নেতৃত্বে এলে ইতালিও গ্রিসের মতো সংকটে পড়তে পারে। সূত্র : টেলিগ্রাফ।
No comments