শহীদজায়া নূরজাহান সিরাজী আর নেই
শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেনের স্ত্রী নূরজাহান সিরাজী আর নেই। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি আট ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নূরজাহান সিরাজীর মরদেহ এখন অ্যাপোলো হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ বেলা একটার দিকে মরদেহ তাঁর মোহাম্মদপুরের বাসভবনে নেওয়া হবে। এরপর জানাজা শেষে দাফন করা হবে।
কয়েক দিন ধরে নূরজাহান সিরাজীর অবস্থা বেশ সংকটাপন্ন ছিল। গতকাল রাত সাড়ে আটটা থেকে তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র (লাইফ সাপোর্ট) দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। কিডনি, ফুসফুস ও হূিপণ্ডের জটিলতায় ১৯ দিন হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন শহীদজায়া নূরজাহান।
উল্লেখ্য, ঘাতক-দালালবিরোধী আন্দোলনের সব পর্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন নূরজাহান সিরাজী।
কয়েক দিন ধরে নূরজাহান সিরাজীর অবস্থা বেশ সংকটাপন্ন ছিল। গতকাল রাত সাড়ে আটটা থেকে তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র (লাইফ সাপোর্ট) দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। কিডনি, ফুসফুস ও হূিপণ্ডের জটিলতায় ১৯ দিন হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন শহীদজায়া নূরজাহান।
উল্লেখ্য, ঘাতক-দালালবিরোধী আন্দোলনের সব পর্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন নূরজাহান সিরাজী।
No comments