মুক্তির অপেক্ষায় ‘দেহরক্ষী’
ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘দেহরক্ষী’ ছবিটির শুটিং শেষ হয়েছে গত নভেম্বর মাসে।আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে ‘দেহরক্ষী’।
এ বিষয়ে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যাটম্যান ফিল্মসের স্বত্ত্বাধিকারী অদিত জানান, ভালোবাসা দিবসকে ধরেই আমরা এগুচ্ছি। সেভাবেই চলছে সব প্রস্তুতি।১২.১২.১২ তে জি সিরিজ থেকে আপাতত অডিও সিডি বাজারে এসেছে।আর ছবির শ্যুটিং শেষ, এখন ফাইনাল ডাবিং চলছে। আশাকরি ১৪ ফেব্রয়ারি বিশ্ব ভালোবাসা দিবসেই ছবিটি মুক্তি দিতে পারবো।
‘দেহরক্ষী’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বাঁধছেন আনিসুর রহমান মিলন ও ববি। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিলনের এটি চতুর্থ ছবি। ‘দেহরক্ষী’ ছবিতে আরও অভিনয় করেছেন মারুফ, কাজী হায়াত প্রমুখ।
দেহরক্ষীতে গান রয়েছে মোট পাঁচটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দোলা, ন্যান্সি, কণা, পারভেজ, শোয়েব ও অদিত নিজে। গানগুলো লিখেছেন সোহেল আরমান, আবদার রহমান ও সুদীপ কুমার দীপ।
দেহরক্ষীতে গান রয়েছে মোট পাঁচটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দোলা, ন্যান্সি, কণা, পারভেজ, শোয়েব ও অদিত নিজে। গানগুলো লিখেছেন সোহেল আরমান, আবদার রহমান ও সুদীপ কুমার দীপ।
No comments