আচ্ছা ঘুড়ি
ঘুড়ি রে—
কে দিল তোর পাখা
ওড়ার এত
সাধ পুষে তোর
কোথায় ছিল রাখা?
কোথায় ছিল
কোথায় ছিল বলবি
আমায় নিয়ে
মেঘের দেশে চলবি?
থেকে থেকে
এঁকে বেঁকে
এই যে এত উড়িস
এই যে আকাশ গলিপথে
ইচ্ছেমতো ঘুরিস
কেমন করে
কেমন করে
শিখলি ওরে
এমন করে—
এত্ত ওড়াউড়ি
আমার তো আর
ডানা নেই
ওড়ার নিয়ম
জানা নেই
তাই হতে চাই
স্বপ্ন ডানায়
উড়তে উড়তে ঘুিড়।
No comments