আফগান যুদ্ধে বেসামরিক হতাহত কমেছে
আফগানিস্তানে গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম বেসামরিক হতাহতের পরিমাণ কমেছে। গত বছরের প্রথমার্ধে যে পরিমাণ বেসামরিক লোক মারা গিয়েছিল, এ বছরের প্রথম ছয় মাসে এর চেয়ে ১৫ শতাংশ কম লোক মারা গেছে। আফগানিস্তানের জাতিসংঘ মিশন (ইউএনএএমএ) গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বেসামরিক হতাহতের জন্য জঙ্গিদলগুলোকেই প্রধানত দায়ী করা হয়েছে।
গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত আফগান যুদ্ধে এক হাজার ১৪৫ জন মারা গেছে। ২০১১ সালের প্রথম ছয় মাসে এ সংখ্যা ছিল এক হাজার ৫১০ জন। গত বছরের তুলনায় এ সময়ের মধ্যে আহতের পরিমাণও ১৫ শতাংশ কমেছে। অবশ্য এক দশকের আফগান যুদ্ধে ২০১১ সালেই বেসামরিক হতাহতের পরিমাণ সবচেয়ে বেশি ছিল। ইউএনএএমএ জানায়, 'গত পাঁচ বছরে বেসামরিক হতাহতের পরিমাণ ক্রমশ বেড়েছে। এ বছর হতাহতের পরিমাণ কমার মাধ্যমে হয়ত বিপরীত ধারা শুরু হবে।'
প্রতিবেদনে বেসামরিক লোকদের লক্ষ্য করে চালানো হামলার ৮০ শতাংশের জন্যই তালেবান ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকে দায়ী করা হয়েছে। ন্যাটো বাহিনীকে দায়ী করা হয়েছে ১০ শতাংশ হামলার জন্য। সূত্র : এএফপি।
গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত আফগান যুদ্ধে এক হাজার ১৪৫ জন মারা গেছে। ২০১১ সালের প্রথম ছয় মাসে এ সংখ্যা ছিল এক হাজার ৫১০ জন। গত বছরের তুলনায় এ সময়ের মধ্যে আহতের পরিমাণও ১৫ শতাংশ কমেছে। অবশ্য এক দশকের আফগান যুদ্ধে ২০১১ সালেই বেসামরিক হতাহতের পরিমাণ সবচেয়ে বেশি ছিল। ইউএনএএমএ জানায়, 'গত পাঁচ বছরে বেসামরিক হতাহতের পরিমাণ ক্রমশ বেড়েছে। এ বছর হতাহতের পরিমাণ কমার মাধ্যমে হয়ত বিপরীত ধারা শুরু হবে।'
প্রতিবেদনে বেসামরিক লোকদের লক্ষ্য করে চালানো হামলার ৮০ শতাংশের জন্যই তালেবান ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকে দায়ী করা হয়েছে। ন্যাটো বাহিনীকে দায়ী করা হয়েছে ১০ শতাংশ হামলার জন্য। সূত্র : এএফপি।
No comments