বাজারে হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলার অডিও সিডি
একজন নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ চলে গেছেন সত্যি কিন্তু রেখে গেছেন তাঁর সৃষ্টকর্ম। যে কর্মের মাঝে তাঁর অগণিত ভক্ত-দর্শক তাঁকে খুঁজে পাবে যুগ যুগ ধরে। হুমায়ূন আহমেদ সর্বশেষ নির্মাণ করেছিলেন ‘ঘেটুপুত্র কমলা’ ছবিটি। ছবিটি নিজে দেখে যেতে পারলেও দর্শক তা কিভাবে নিল তা দেখে যেতে
পারলেন না তিনি। তাই হুমায়ূন আহমেদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রখ্যাত অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন ৭ আগস্ট বাজারে ছেড়েছে ‘ঘেটুপুত্র কমলা’ ছবির গানের অডিও সিডি। এ্যালবামটিতে গান আছে মোট সাতটি। বোনাস গান আছে দুটি। সাতটি গান হলো বাজে বংশী, সাবান আইনা দিলে না, শুয়া উড়িলরে , জলের ঘাটে বাজে বাঁশি ও আমার যমুনার জল। এর মধ্যে শুয়া উড়িলরে গানটির তিনটি ভার্সন আছে এ্যালবামে। ‘বাজে বংশী রাজ হংসী নাচে’ গানটি রচনা করেছিলেন হুমায়ূন আহমেদ নিজেই। এই গানের সঙ্গীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু ও শফি ম-ল। এছাড়া অন্যান্য গানে কণ্ঠ দিয়েছেন শীতালং শাহ, ক্ষুদে গানরাজ প্রান্তি ও ফজলুর রহমান বাবু। বোনাস সং হিসেবে আছে আজি ঝরঝর, চান্নি পসর রাইতে ও আমি আজ ভেজাব চোখ। এ্যালবামটি প্রসঙ্গে লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বলেন, ‘হুমায়ূন স্যারের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এ্যালবামটি শ্রোতা দর্শকের হাতে তুলে দিলাম। স্যার ছবিটিতে বেশ চমৎকার কিছু গান দিয়ে গেছেন, যা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। অবশ্য হুমায়ূন স্যার কি দিতে পারেন সে নিয়েও নতুন করে বলার কিছু নেই।’ উল্লেখ্য, ঘেটুপুত্র কমলা ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মামুন। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, আগুন, শামীমা নাজনীন, তমালিকা কর্র্মকারসহ আরও অনেকে। আনন্দকণ্ঠ ডেস্ক
No comments