বি চি ত্র অ লি ম্পি ক- এমনও!
১৯০৪ অলিম্পিকের ম্যারাথন ইভেন্টে ঘটেছিল অদ্ভুত সব কাণ্ডকারখানা! আমেরিকান প্রতিযোগী ফ্রেড লর্জ সবার আগে স্টেডিয়ামে ঢুকে দৌড় শেষ করলেন। সবাই ছুটে এল তাঁকে অভিনন্দন জানাতে। কিছুক্ষণ পর লর্জ প্রকাশ করলেন এক সত্য, যা যারা তাঁকে অভিনন্দনের জন্য ছুটে এসেছিল, তাদের লজ্জা দেয়। নয় মাইল দৌড়ানোর পর
পায়ের পেশিতে টান পড়ায় এক কর্মকর্তার গাড়িতে উঠে বসেছিলেন। ১১ মাইল আসার পর গাড়ি খারাপ হয়ে গেলে বাকি পথটুকু দৌড়ে এসেছেন। গাড়ি থেকে নেমে দৌড়ানো স্রেফ ঠাট্টা! কিন্তু আয়োজকেরা তা শুনবেন কেন? সব প্রতিযোগিতা থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয় লর্জকে। তিন ঘণ্টা ২৮ মিনিট ৫৩ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করা আরেক আমেরিকান টমাস হিকসকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু তিনিও ‘নির্দোষ’ ছিলেন না। দৌড়ের শেষভাগে একজাতীয় উদ্দীপকের সঙ্গে ব্র্যান্ডি গিলেছিলেন। এরপর ট্রেনারের সাহায্য নিয়ে অতিক্রম করেছিলেন সমাপ্তিরেখা। এখানেই শেষ নয়, এই ইভেন্টে চতুর্থ হয়েছিলেন ফেলিক্স কারবাজল। দৌড়ানোর পথে এক ফলবাগানে ঢুকে আপেল খেয়েছিলেন। আপেলগুলো পচা হওয়ায় তন্দ্রা এসে গিয়েছিল তাঁর। ঘুম ভাঙার পর দৌড় শুরু করে চতুর্থ হয়েছিলেন কিউবার পোস্টম্যান কারবাজল।
No comments