আফজাল সুবর্ণার মেয়ের চরিত্রে রিক্তা
যশোরের ঝিকরগাছা থানার কৃষ্ণ নগরের মেয়ে রিক্তা। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মিডিয়াতে নিজেকে প্রতিষ্ঠিত করা। সেই স্বপ্নের পথে পা বাড়ালেন রিক্তা ২০১০ সালে অমিতাভ রেজার নির্দেশনায় গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হবার সুবাদে। এরপর একে একে গ্রামীণফোনেরই পর পর পাঁচটি বিজ্ঞাপনের মডেল হলেন তিনি।
এছাড়া আরও বেশ কয়েকটি অন্যান্য পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে একজন মডেল হিসেবেই খ্যাতি পান রিক্তা। তবে মডেল হিসেবেই শুধু নয় এরইমধ্যে রিক্তা নিজেকে ব্যস্ত করে তুলেছেন নাটকেও। নিজের জীবনের সবচেয়ে প্রিয় দু’জন অভিনয় শিল্পীর সঙ্গে কাজ করেছেন রিক্তা। আফজাল হোসেন এবং সুবর্ণা মুস্তাফার সঙ্গে একই টেলিফিল্মে কাজ করেছেন তিনি। ফারিয়া হোসেন রচিত আরিফ খান পরিচালিত টেলিফিল্ম ‘প্রেম বাঁচিতে জানে’ তে রিক্তা অভিনয় করেছেন আফজাল সুবর্ণা দম্পতির মেয়ে লায়লার চরিত্রে। রিক্তা বলেন, ‘সত্যি বলতে কী আফজাল ভাই সুবর্ণা আপার সঙ্গে এভাবে একই টেলিফিল্মে কাজ করার সুযোগ পাবো তা কখেনোই ভাবিনি।’ রিক্তা অভিনীত এই টেলিফিল্মটি আগামী ঈদে এনটিভিতে প্রচার হবে। ‘প্রেম বাঁচিতে জানে’ ছাড়া এরইমধ্যে রিক্তা শেষ করেছেন চ্যানেল নাইনের জন্য রনি ভৌমিক পরিচালিত নাটক ‘বাপ বেটা রাফ টাফ’, বাংলাভিশনের জন্য নারগিস আক্তার মৌসুমী পরিচালিত ‘বড় বাড়ির ছোট বউ’ এবং এডি দুলাল পরিচালিত ‘ধূসর অতিথি’ নাটকের কাজ। এছাড়া মাছরাঙ্গায় প্রচার হচ্ছে তার অভিনীত রহমতুল্লাহ তুহিন পরিচালিত ধারাবাহিক নাটক ‘ক্ষণিকালয়’, গাজী টিভিতে প্রচার হচ্ছে শাহাদাৎ হোসেন সবুজ পরিচালিত ‘জননী’। রিক্তা অভিনীত প্রথম নাটক ছিল সাদেক সিদ্দিকী পরিচালিত ‘রঙ্গের সংসার’ যা আরটিভিতে প্রচার হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রসায়নে মাস্টার্স পড়ুয়া রিক্তার স্বপ্নই হচ্ছে মিডিয়াতে নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা। অভি মঈনুদ্দীন
No comments