ডাকসু নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে ধর্মঘট আজ
ডাকসু নির্বাচনের দাবিতে আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করবেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ এ কর্মসূচি পালন করবে। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা এ ধর্মঘটের আওতামুক্ত হবে বলে শিক্ষার্থী অধিকার মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে ১২ জুলাই স্মারকলিপির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। তবে উপাচার্যের কোনো পদক্ষেপ না দেখে শিক্ষার্থীরা ১৫ জুলাই তাঁর কার্যালয়ে তালা দিয়ে অবরোধ করে রাখেন।
ডাকসুসহ সব হল সংসদ নির্বাচনের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছিল এ মঞ্চ।
শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র নুর বাহাদুর বলেন, 'আমাদের ধর্মঘট প্রচলিত ছাত্র সংগঠনগুলোর মতো নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য-সম্মান রক্ষার জন্যই এ ধর্মঘট। নিজেদের অধিকারসংশ্লিষ্ট বলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করে এ ধর্মঘটে অংশ নেবেন।'
মশাল মিছিল : এদিকে ধর্মঘটের সমর্থনে গতকাল বুধবার দিনভর প্রচারণা ছাড়াও সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করা হয়। ডাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন হলের সামনে ঘুরে ঘুরে ডাকসুতে গিয়ে শেষ হয় মিছিলটি।
ডাকসুসহ সব হল সংসদ নির্বাচনের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছিল এ মঞ্চ।
শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র নুর বাহাদুর বলেন, 'আমাদের ধর্মঘট প্রচলিত ছাত্র সংগঠনগুলোর মতো নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য-সম্মান রক্ষার জন্যই এ ধর্মঘট। নিজেদের অধিকারসংশ্লিষ্ট বলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করে এ ধর্মঘটে অংশ নেবেন।'
মশাল মিছিল : এদিকে ধর্মঘটের সমর্থনে গতকাল বুধবার দিনভর প্রচারণা ছাড়াও সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করা হয়। ডাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন হলের সামনে ঘুরে ঘুরে ডাকসুতে গিয়ে শেষ হয় মিছিলটি।
No comments