কুমিল্লার সেই শিক্ষার্থী পাস করেছেন
এই সেই মেয়ে। রিপা আক্তার। সন্তান জন্মদানের মাত্র ৪০ মিনিট পর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শেষ পর্যন্ত অদম্য ইচ্ছা আর অফুরান প্রাণশক্তির জয় হলো। রিপা পাস করেছেন। কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-২ দশমিক ৮ পেয়েছেন রিপা আক্তার।
গতকাল রিপার এ ফলের জন্য তাঁর বাবা ফুল মিয়া সন্তোষ প্রকাশ করেন। কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা জানান, গত ৪ মে সকাল নয়টা পাঁচ মিনিটে উপজেলার গোবিন্দপুর গ্রামের ফুল মিয়ার মেয়ে রিপা একটি কন্যাসন্তানের জন্ম দেন। এর ৪০ মিনিট পরই রিপা পরীক্ষায় অংশ নেন।
রিপার এই অনন্য উদ্যোগ নিয়ে গত ৬ মে প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘মা হয়েই পরীক্ষার জন্য ছুট’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন ছাপা হওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশাসন, কলেজের অধ্যক্ষ, রিপা ও তাঁর বাবাকে টেলিফোন করেন। ফল প্রকাশের পর উচ্ছ্বসিত রিপা বলেন, ‘আমি পড়াশোনা চালিয়ে যাব। শিক্ষামন্ত্রী স্যারকে দেওয়া কথা রাখব।’
এদিকে সোনার বাংলা কলেজ থেকে এ বছর ২৬৯ জন পরীক্ষা দিয়ে ২৬৮ জন পাস করেছেন। বিজ্ঞানে ৮৮ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ১২০ জন পরীক্ষা দিয়ে সবাই কৃতকার্য হয়েছেন। মানবিকে ৬১ জন পরীক্ষা দিয়ে ৬০ জন পাস করেছেন। ওই কলেজ থেকে এবার ৬০ জন জিপিএ-৫ পেয়েছেন। বোর্ডে এর অবস্থান ষষ্ঠ।
রিপার এই অনন্য উদ্যোগ নিয়ে গত ৬ মে প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘মা হয়েই পরীক্ষার জন্য ছুট’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন ছাপা হওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশাসন, কলেজের অধ্যক্ষ, রিপা ও তাঁর বাবাকে টেলিফোন করেন। ফল প্রকাশের পর উচ্ছ্বসিত রিপা বলেন, ‘আমি পড়াশোনা চালিয়ে যাব। শিক্ষামন্ত্রী স্যারকে দেওয়া কথা রাখব।’
এদিকে সোনার বাংলা কলেজ থেকে এ বছর ২৬৯ জন পরীক্ষা দিয়ে ২৬৮ জন পাস করেছেন। বিজ্ঞানে ৮৮ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ১২০ জন পরীক্ষা দিয়ে সবাই কৃতকার্য হয়েছেন। মানবিকে ৬১ জন পরীক্ষা দিয়ে ৬০ জন পাস করেছেন। ওই কলেজ থেকে এবার ৬০ জন জিপিএ-৫ পেয়েছেন। বোর্ডে এর অবস্থান ষষ্ঠ।
No comments