মহিলা ও শিশু মন্ত্রণালয়ে সাড়ে ১১শ’ কোটি টাকার অডিট আপত্তি নিষ্পত্তি করতে কর্মকর্তারা হিমশিম
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে অডিট আপত্তির পাহাড় জমেছে। দিনের পর দিন এসব অডিট আপত্তি নিষ্পত্তি না হওয়ার কারণে প্রতিনিয়ত বাড়ছে আপত্তির সংখ্যা। বর্তমানে এ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থা ও অধিদফতরের অডিট আপত্তির সংখ্যা ৭৬৭টি। আপত্তিকৃত অর্থের পরিমাণ প্রায় সাড়ে ১১শ’ কোটি টাকা।
এই বিপুলসংখ্যক আপত্তি নিষ্পত্তি করতে কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, গত অর্থবছরের জুন মাস পর্যন্ত অডিট আপত্তির সংখ্যা ৭৬৭টি। তবে এসব আপত্তির মধ্যে সবচেয়ে বেশি অর্থের আপত্তি রয়েছে মহিলা বিষয়ক অধিদফতরের। এই অধিদফতরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ২০৯টি আপত্তির অর্থের পরিমাণ ৮শ’ ৭৫ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা। অপরদিকে মহিলা বিষয়ক অধিদফতরের রাজস্ব প্রকল্পের অডিট আপত্তি রয়েছে ৪২টি। এই ৪২টি অডিট আপত্তির অর্থের পরিমাণ দু’শ’ ৪২ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার টাকা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের অডিট আপত্তি রয়েছে দুটি। আপত্তিকৃত অর্থের পরিমাণ ১৭ লাখ ৯০ হাজার তিন শ‘ টাকা। জাতীয় মহিলা সংস্থার রাজস্ব খাতের অডিট আপত্তি রয়েছে ৩৩টি, যার অর্থের পরিমাণ ২ কোটি ৮০ লাখ ৫৫ হাজার ৫শ’ ৫ টাকা। জাতীয় মহিলা সংস্থার উন্নয়ন প্রকল্পের অডিট আপত্তি রয়েছে ৪৭টি। এসব আপত্তির অর্থের পরিমাণ ১৪ কোটি ৫৮ লাখ ২ হাজার ৫শ’ ৯৪ টাকা।
বাংলাদেশ শিশু একাডেমীর কেন্দ্রীয় কার্যালয়ের অডিট আপত্তির সংখ্যা ৮৪টি। এর অর্থের পরিমাণ ২ কোটি ৩৫ লাখ ৯১ হাজানর ৬শ’ ১০ টাকা। শিশু একাডেমীর বিশ জেলা শাখার আপত্তির সংখ্যা ৮৪টি।
এসব আপত্তির অর্থের পরিমাণ ২ কোটি ৭৭ লাখ ৯০ হাজার তিন শ’ ৫৩ টাকা। অপরদিকে শিশু একাডেমীর ৪৪টি জেলার ২৫৬টি অডিট আপত্তি রয়েছে। এসব আপত্তির অর্থের পরিমাণ ২ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ১শ’ ১ টাকা। শিশু একাডেমীর উন্নয়ন প্রকল্পের আপত্তি রয়েছে ১০টি। এই ১০টি প্রকল্পের আপত্তিকৃত অর্থের পরিমাণ ২৬ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার এক শ’ ৫০ টাকা।
জানা গেছে, এই বিপুলসংখ্যক অর্থের আপত্তি থাকলেও নিষ্পত্তি কার্যক্রম হচ্ছে অত্যন্ত ধীরগতিতে। গত জুন মাসে শিশু একাডেমীর ৪৪টি জেলা শাখার ২৬০টি আপত্তির বিপরীতে নিষ্পত্তি হয়েছে মাত্র ৪টি। শিশু একাডেমীর ২০টি জেলা শাখার ৮৮টি আপত্তির বিপরীতে নিষ্পত্তি হয়েছে মাত্র ৪টি। অপরদিকে শিশু একাডেমীর কেন্দ্রীয় কার্যালয়ের ৮৪টি আপত্তির মধ্যে গত জুন মাসে একটি আপত্তিও নিষ্পত্তি হয়নি। একইভাবে জুন মাসে মহিলা বিষয়ক অধিফতরের ৪২টি আপত্তির মধ্যে একটিরও আপত্তি নিষ্পত্তি হয়নি।
সূত্র মতে, মন্ত্রণালয়ের কোন কোন অধিদফতর ও সংস্থার আপত্তি অনেকদিন আগের। কোন কোন সংস্থার অডিট আপত্তি প্রায় ৩০ বছর ধরে ঝুলে আছে। এতদিন পরেও নিষ্পত্তি হচ্ছে না। যেমন মহিলা বিষয়ক অধিদফতরের ১৯৮২-৮৩ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের আপত্তি এতদিনেও নিষ্পত্তি হয়নি। একইভাবে জাতীয় মহিলা সংস্থার ১৯৮৩-৮৪ অর্থবছরের আপত্তি এখনও ঝুলে আছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, বিভিন্ন উন্নয়ন ও রাজস্ব প্রকল্প শেষ হওয়ার পরে নানা ধরনের অডিট আপত্তির কাগজপত্র প্রকল্প কর্মকর্তারা দেখাতে পারেন না। এছাড়া বিভিন্ন প্রকল্পে অর্থ খরচেরও আপত্তি রয়েছে। এসব খরচের প্রকৃত কাগজপত্র দেখাতে না পারায় আপত্তি নিষ্পত্তি হচ্ছে না। আবার অনেক প্রকল্প দীর্ঘদিন আগে শেষ হওয়ার কারণে আপত্তির বিপরীতে কাগজপত্র দেখাতে পারছেন না। এছাড়া কালক্ষেপণের কারণে অডিট আপত্তির বিষয়গুলোর উপযোগিতা অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যাচ্ছে। এসব কারণে অডিট আপত্তি নিষ্পত্তিও হচ্ছে না।
মন্ত্রণালয় সূত্র জানায়, গত অর্থবছরের জুন মাস পর্যন্ত অডিট আপত্তির সংখ্যা ৭৬৭টি। তবে এসব আপত্তির মধ্যে সবচেয়ে বেশি অর্থের আপত্তি রয়েছে মহিলা বিষয়ক অধিদফতরের। এই অধিদফতরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ২০৯টি আপত্তির অর্থের পরিমাণ ৮শ’ ৭৫ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা। অপরদিকে মহিলা বিষয়ক অধিদফতরের রাজস্ব প্রকল্পের অডিট আপত্তি রয়েছে ৪২টি। এই ৪২টি অডিট আপত্তির অর্থের পরিমাণ দু’শ’ ৪২ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার টাকা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের অডিট আপত্তি রয়েছে দুটি। আপত্তিকৃত অর্থের পরিমাণ ১৭ লাখ ৯০ হাজার তিন শ‘ টাকা। জাতীয় মহিলা সংস্থার রাজস্ব খাতের অডিট আপত্তি রয়েছে ৩৩টি, যার অর্থের পরিমাণ ২ কোটি ৮০ লাখ ৫৫ হাজার ৫শ’ ৫ টাকা। জাতীয় মহিলা সংস্থার উন্নয়ন প্রকল্পের অডিট আপত্তি রয়েছে ৪৭টি। এসব আপত্তির অর্থের পরিমাণ ১৪ কোটি ৫৮ লাখ ২ হাজার ৫শ’ ৯৪ টাকা।
বাংলাদেশ শিশু একাডেমীর কেন্দ্রীয় কার্যালয়ের অডিট আপত্তির সংখ্যা ৮৪টি। এর অর্থের পরিমাণ ২ কোটি ৩৫ লাখ ৯১ হাজানর ৬শ’ ১০ টাকা। শিশু একাডেমীর বিশ জেলা শাখার আপত্তির সংখ্যা ৮৪টি।
এসব আপত্তির অর্থের পরিমাণ ২ কোটি ৭৭ লাখ ৯০ হাজার তিন শ’ ৫৩ টাকা। অপরদিকে শিশু একাডেমীর ৪৪টি জেলার ২৫৬টি অডিট আপত্তি রয়েছে। এসব আপত্তির অর্থের পরিমাণ ২ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ১শ’ ১ টাকা। শিশু একাডেমীর উন্নয়ন প্রকল্পের আপত্তি রয়েছে ১০টি। এই ১০টি প্রকল্পের আপত্তিকৃত অর্থের পরিমাণ ২৬ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার এক শ’ ৫০ টাকা।
জানা গেছে, এই বিপুলসংখ্যক অর্থের আপত্তি থাকলেও নিষ্পত্তি কার্যক্রম হচ্ছে অত্যন্ত ধীরগতিতে। গত জুন মাসে শিশু একাডেমীর ৪৪টি জেলা শাখার ২৬০টি আপত্তির বিপরীতে নিষ্পত্তি হয়েছে মাত্র ৪টি। শিশু একাডেমীর ২০টি জেলা শাখার ৮৮টি আপত্তির বিপরীতে নিষ্পত্তি হয়েছে মাত্র ৪টি। অপরদিকে শিশু একাডেমীর কেন্দ্রীয় কার্যালয়ের ৮৪টি আপত্তির মধ্যে গত জুন মাসে একটি আপত্তিও নিষ্পত্তি হয়নি। একইভাবে জুন মাসে মহিলা বিষয়ক অধিফতরের ৪২টি আপত্তির মধ্যে একটিরও আপত্তি নিষ্পত্তি হয়নি।
সূত্র মতে, মন্ত্রণালয়ের কোন কোন অধিদফতর ও সংস্থার আপত্তি অনেকদিন আগের। কোন কোন সংস্থার অডিট আপত্তি প্রায় ৩০ বছর ধরে ঝুলে আছে। এতদিন পরেও নিষ্পত্তি হচ্ছে না। যেমন মহিলা বিষয়ক অধিদফতরের ১৯৮২-৮৩ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের আপত্তি এতদিনেও নিষ্পত্তি হয়নি। একইভাবে জাতীয় মহিলা সংস্থার ১৯৮৩-৮৪ অর্থবছরের আপত্তি এখনও ঝুলে আছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, বিভিন্ন উন্নয়ন ও রাজস্ব প্রকল্প শেষ হওয়ার পরে নানা ধরনের অডিট আপত্তির কাগজপত্র প্রকল্প কর্মকর্তারা দেখাতে পারেন না। এছাড়া বিভিন্ন প্রকল্পে অর্থ খরচেরও আপত্তি রয়েছে। এসব খরচের প্রকৃত কাগজপত্র দেখাতে না পারায় আপত্তি নিষ্পত্তি হচ্ছে না। আবার অনেক প্রকল্প দীর্ঘদিন আগে শেষ হওয়ার কারণে আপত্তির বিপরীতে কাগজপত্র দেখাতে পারছেন না। এছাড়া কালক্ষেপণের কারণে অডিট আপত্তির বিষয়গুলোর উপযোগিতা অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যাচ্ছে। এসব কারণে অডিট আপত্তি নিষ্পত্তিও হচ্ছে না।
No comments