মার্শাল হলেন কিম জং-উন
উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সর্বোচ্চ পদ মার্শাল হিসেবে দেশটির নেতা কিম জং-উনের নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত কোরীয় কেন্দ্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) গতকাল বুধবার এ খবর দিয়েছে। এর মধ্য দিয়ে সেনাবাহিনীর সম্পূর্ণ কর্তৃত্ব জং-উনের হাতে গেল।
ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশন (সিএমসি) ও জাতীয় প্রতিরক্ষা কমিশন গত মঙ্গলবার কিম জং-উনকে মার্শাল হিসেবে নির্বাচিত করে। এর আগে রবিবার সেনাপ্রধান রি ইয়ং-হোকে অপসারণ করা হয়।
গত ডিসেম্বরে বাবা কিম জং-ইলের মৃত্যুর পর থেকে কিম জং-উন দলের প্রধান ও জাতীয় প্রতিরক্ষা কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন। নতুন এ পদোন্নতির মাধ্যমে তাঁর ক্ষমতার ব্যাপ্তি বাড়ল।
সেনাপ্রধানকে অব্যাহতি দেওয়ার পরদিন সোমবার হিয়ন ইয়ং-চোলকে ভাইস-মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এতে ধারণা করা হয়, পরবর্তী সেনাপ্রধান হিসেবে হয়তো ইয়ং-চোলের নাম ঘোষণা করা হতে পারে। তবে এ রদবদলের ঘটনাকে সেনাবাহিনীতে কিম জং-উনের ক্ষমতা একচ্ছত্র করার পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। সূত্র : বিবিসি, রয়টার্স।
গত ডিসেম্বরে বাবা কিম জং-ইলের মৃত্যুর পর থেকে কিম জং-উন দলের প্রধান ও জাতীয় প্রতিরক্ষা কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন। নতুন এ পদোন্নতির মাধ্যমে তাঁর ক্ষমতার ব্যাপ্তি বাড়ল।
সেনাপ্রধানকে অব্যাহতি দেওয়ার পরদিন সোমবার হিয়ন ইয়ং-চোলকে ভাইস-মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এতে ধারণা করা হয়, পরবর্তী সেনাপ্রধান হিসেবে হয়তো ইয়ং-চোলের নাম ঘোষণা করা হতে পারে। তবে এ রদবদলের ঘটনাকে সেনাবাহিনীতে কিম জং-উনের ক্ষমতা একচ্ছত্র করার পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। সূত্র : বিবিসি, রয়টার্স।
No comments