সাইফের ‘ককটেল’
বয়স ৪১ হয়েছে, তাতে কি! সাইফ আলী খান চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন অর্ধেক বয়সী অভিনেত্রীদের সঙ্গে। প্রশংসাও পাচ্ছেন আবার তাঁদের কাছ থেকেই।
দীপিকা পাড়ুকোন যেমন বলেছেন সম্প্রতি, ‘এত দিন ধরে কাজ করার পর এখনো রোমান্টিক চরিত্রগুলোতে সাইফ মানিয়ে যান দারুণভাবে।’শুক্রবার মুক্তি পাচ্ছে সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও নবাগত ডায়ানা অভিনীত ককটেল ছবিটি। দীপিকা এ ছবিতে এক দারুণ আত্মবিশ্বাসী মেয়ে ভেরোনিকার চরিত্রে অভিনয় করছেন। আইএএনএস।
No comments