করো, দেখো

খুব সহজে বিজ্ঞানের বিভিন্ন সূত্র, বস্তুর বৈশিষ্ট্য ইত্যাদি পরীক্ষা করে দেখা সম্ভব। আশপাশের ফেলনা জিনিস দিয়েই সেটি করা যায়।দরকার একটু সদিচ্ছা এবংউদ্যোগ। তোমার প্রচেষ্টা সফলহোক। ঝুলন্ত বই একটা ভারী বই একটা দড়ি দিয়ে বেঁধে ছবির মতো করে ঝুলিয়ে নাও।


এবার চেষ্টা করো দুই পাশ থেকে টেনে দড়িটাকে সোজা করতে, দেখবে তুমি যত চেষ্টাই করো, দড়িটা সোজা হবে না। টেলিফোন কিংবা ইলেকট্রিসিটির তার যে বাঁকা হয়ে থাকে তারও এই কারণ, এটি সত্যি নয় যে সেগুলো আলসেমি করে টেনে দেওয়া হয়নি!
যে বলটি নিচের দিকে কাজ করছে (বই বা তারের ওজন) সেটাকে সামলে দিতে পারে আরেকটি বল যেটা ওপরে কাজ করছে। পাশ থেকে টেনে সেটাকে কখনোই সামলানো যাবে না।
সূত্র:
বিজ্ঞানের একশ মজার খেলা
লেখক: মুহম্মদ জাফর ইকবাল

No comments

Powered by Blogger.