পররাষ্ট্র মন্ত্রণালয়-সপ্তম নৌবহরের ঘাঁটি গাড়ার খবর বানোয়াট, ভিত্তিহীন
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের চট্টগ্রামে ঘাঁটি গাড়ার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনকে 'বানোয়াট', 'ভিত্তিহীন' ও 'অমূলক' বলে আখ্যায়িত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে অত্যন্ত স্পর্শকাতর ওই প্রতিবেদন নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারতের টাইমস অব ইন্ডিয়া গ্রুপের টেলিভিশন টাইমস নাউতে প্রচারিত এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর বাংলাদেশের চট্টগ্রামে ঘাঁটি গাড়ছে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরে এ নিয়ে আলোচনা হয়েছে। ওই প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো গতকাল প্রতিবেদন প্রকাশ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩১ মে টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের ঘাঁটি গাড়ার সম্ভাবনা সম্পর্কিত খবরের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সরকারের নজরে এসেছে। সরকার ওই প্রতিবেদনগুলোকে ভিত্তিহীন ও অমূলক এবং অনুমানসর্বস্ব ওই প্রতিবেদনে যেসব ধারণা দেওয়া হয়েছে, তা সুস্পষ্টভাবে মিথ্যাচার বলে আখ্যায়িত করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, সরকার দ্ব্যর্থহীন ভাষায় বলতে চায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরকালে কিংবা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো পর্যায়েই এ নিয়ে আলোচনা হয়নি। সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপের যৌথ ঘোষণার দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের প্রতিফলন ঘটেছে। ওই ঘোষণার ফলে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক বার্ষিক সংলাপের কাঠামো সৃষ্টি হয়েছে। বাস্তবসম্মত আরো সহযোগিতা ও আলোচনার ব্যাপারে এ ধরনের প্রাতিষ্ঠানিক সংলাপের ব্যাপারে উভয় পক্ষ সংকল্পবদ্ধ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ অঞ্চল ও বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা আরো জোরদারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব শান্তি ও দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রাতিষ্ঠানিক ধারণা সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ে সক্রিয় ও দায়িত্বশীল অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা ভালোভাবে স্বীকৃত।'
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্বেগ : চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের ঘাঁটি গাড়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। দলটি একই সঙ্গে এ ব্যাপারে সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে।
দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, 'দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাবিরোধী মার্কিনিদের কোনো সামরিক জোটে বাংলাদেশের সম্পৃক্ততাকে জনগণ বরদাশত করবে না। এ ধরনের যেকোনো তৎপরতাকে দেশবাসী জান-প্রাণ দিয়ে মোকাবিলা করবে।'
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩১ মে টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের ঘাঁটি গাড়ার সম্ভাবনা সম্পর্কিত খবরের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সরকারের নজরে এসেছে। সরকার ওই প্রতিবেদনগুলোকে ভিত্তিহীন ও অমূলক এবং অনুমানসর্বস্ব ওই প্রতিবেদনে যেসব ধারণা দেওয়া হয়েছে, তা সুস্পষ্টভাবে মিথ্যাচার বলে আখ্যায়িত করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, সরকার দ্ব্যর্থহীন ভাষায় বলতে চায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরকালে কিংবা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো পর্যায়েই এ নিয়ে আলোচনা হয়নি। সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপের যৌথ ঘোষণার দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের প্রতিফলন ঘটেছে। ওই ঘোষণার ফলে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক বার্ষিক সংলাপের কাঠামো সৃষ্টি হয়েছে। বাস্তবসম্মত আরো সহযোগিতা ও আলোচনার ব্যাপারে এ ধরনের প্রাতিষ্ঠানিক সংলাপের ব্যাপারে উভয় পক্ষ সংকল্পবদ্ধ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ অঞ্চল ও বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা আরো জোরদারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব শান্তি ও দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রাতিষ্ঠানিক ধারণা সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ে সক্রিয় ও দায়িত্বশীল অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা ভালোভাবে স্বীকৃত।'
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্বেগ : চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের ঘাঁটি গাড়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। দলটি একই সঙ্গে এ ব্যাপারে সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে।
দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, 'দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাবিরোধী মার্কিনিদের কোনো সামরিক জোটে বাংলাদেশের সম্পৃক্ততাকে জনগণ বরদাশত করবে না। এ ধরনের যেকোনো তৎপরতাকে দেশবাসী জান-প্রাণ দিয়ে মোকাবিলা করবে।'
No comments