রং বেরং-কত দূরে পারো নিতে?
রেকর্ড বইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ক্রিকেটের। প্রথাগত হাজারো রেকর্ড তো আছেই, আজব সব রেকর্ড দিয়েও মাঝেমধ্যে চমকে দেয় ক্রিকেট। একবার ভেবে দেখুন, ক্রিকেট বল ছুড়ে সবচেয়ে বেশি দূরত্বে নেওয়ার অফিশিয়াল রেকর্ডও আছে! ক্রিকেটের বাইবেল উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক অনুযায়ী রেকর্ডটির গর্বিত মালিক ইংল্যান্ডের
রবার্ট পারসিভাল, যিনি স্বীকৃত কোনো ধরনের ক্রিকেটেই কখনো খেলেননি। সেই ১৮৮২ সালে ডারহাম স্যান্ডস রেসকোর্স মাঠে ক্রিকেট বল ছুড়েছিলেন ১৪০ গজ ২ ফুট দূরত্বে! অনেক চেষ্টায়ও এখনো সেই রেকর্ড ভাঙতে পারেননি কেউ। তবে ৯৯ বছর পর পারসিভালের কাছাকাছি গিয়েছিলেন একজন। তাঁকে আপনার চেনারই কথা, বাংলাদেশের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট। সাবেক এসেক্স পেসার কিন্তু বেসবলও খেলতেন, ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলে ছয়টি দলে ট্রায়াল দিয়েছিলেন পিচার হিসেবে। খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই জোরে থ্রো করার জন্য পরিচিতি ছিল পন্টের। ১৯৮১ সালে ২০ বছর বয়সে কেপটাউনে চেষ্টা করেছিলেন পারসিভালের রেকর্ড ভাঙার, নিতে পেরেছিলেন ১৩৮ গজ পর্যন্ত। তবে সবচেয়ে বেশি দূরত্বে বল ছোড়ার আন-অফিশিয়াল রেকর্ডটি এক জ্যাভলিন থ্রোয়ারের। ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে সোনাজয়ী রুশ জ্যাভলিন থ্রোয়ার জ্যানিস লুইস বল ছুড়েছিলেন ১৫০ গজ। তবে সেটা ক্রিকেট বল, নাকি বেসবল, নাকি অন্য কোনো বল (ফুটবল নয়, এটা নিশ্চিত!), তা নিশ্চিত হওয়া যায়নি। রেকর্ডবুকেও তাই নাম নেই লুইসের!
আরিফুল ইসলাম
আরিফুল ইসলাম
No comments