বৃষ্টিতে পাহাড়ে ধস

কয়েক দিনের টানা বৃষ্টি ও ঢলে পাহাড়ে ভূমিধসের সৃষ্টি হয়েছে। গত ২ / ৩ দিন ধরেই ভূমিধস চলছে। আজও কক্সবাজারে পাহাড়ধসে মা-মেয়েসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। গত দু’দিনে খাগড়াছড়িতে হয়েছে ভূমিধস। ছবি: আবদুল কুদ্দুস, কক্সবাজার। সৌরভ দাশ, চট্টগ্রাম। নীরব চৌধুরী, খাগড়াছড়ি।
ছবি: আবদুল কুদ্দুস, কক্সবাজার
কক্সবাজারের রাডার স্টেশনের নিচে কবরস্থান পাড়ায় পাহাড়ধস হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে সেনাবাহিনী, বিজিবি ও দমকল বাহিনীর সদস্যরা। ছবিটি আজকের। 
ছবি: আবদুল কুদ্দুস, কক্সবাজার
উদ্ধারকাজ চলছে। 
ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
ম্যানোলা পাহাড়ের একাংশ ধসে চট্টগ্রামের শিল্পকলা একাডেমির নিচতলায় পড়েছে। ছবিটি গতকাল বেলা তিনটায় তোলা। 
ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
পাহাড়ধসে চট্টগ্রামের শিল্পকলা একাডেমীর পেছনের দিকে একটি কক্ষের জানালাসহ দেয়াল ভেঙে পড়েছে। ছবি গতকালের। 
ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
খাগড়াছড়িতে নিজেদের বাড়ির ওপর থেকে মাটি সরাচ্ছেন এলাকাবাসী। খাগড়াছড়ি শহরের পূর্ব শালবন মুসলিম পিসি গ্যাব এলাকা থেকে শনিবার ছবিটি তোলা। 
ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
পাহাড়ের একাংশ ধসে পড়েছে বসতবাড়ির ওপর। ছবিটি খাগড়াছড়ি শহরের পশ্চিম শালবন হরিণাথপাড়া এলাকা থেকে তোলা। 

No comments

Powered by Blogger.