১০০০০ মানসিক রোগীর জন্য বিশেষজ্ঞ একজন
বিশ্বজুড়ে
প্রতি ১০ জনে প্রায় একজন মানসিক ব্যাধিতে ভুগছেন। কিন্তু, বিশ্বের মোট
স্বাস্থ্যকর্মীর মধ্যে মাত্র ১ শতাংশ কাজ করছেন মানসিক স্বাস্থ্য সেবাকর্মী
হিসেবে। উদ্বেগজনক এ পরিসংখ্যান দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
(ডব্লিউএইচও)। বিশ্বে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে গড়ে একজনেরও কম মানসিক
স্বাস্থ্য সেবাকর্মী রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘মেন্টাল হেলথ
অ্যাটলাস ২০১৪’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন ও মধ্যম আয়ের
রাষ্ট্রগুলোতে ১ লাখ মানসিক রোগীর জন্য মাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক
রয়েছেন। অন্যদিকে, উচ্চ আয়ের দেশগুলোতে ২ হাজার জনের জন্য একজন বিশেষজ্ঞ
রয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। জনসংখ্যার ঘনত্বের হিসাবে,
নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের দেশগুলোতে প্রতি ১ লাখ মানুষের জন্য মানসিক
স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলোতে ৫টি করে শয্যা রয়েছে এবং উচ্চ আয়ের দেশগুলোতে
প্রতি ১ লাখ জনসংখ্যার জন্য শয্যার সংখ্যা ৫০টি। ভারতে এ মুহূর্তে যে
সংখ্যক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন, তার ১০ গুণ বেশি বিশেষজ্ঞ
প্রয়োজন। ভয়াবহ মানসিক বিপর্যয় ও বিষণ্নতার কারণে বিশ্বের মোট আত্মহত্যার
প্রায় এক-তৃতীয়াংশই ঘটে ভারতে। ২০১২ সালে ২ লাখ ৫৯ হাজার মানুষ আত্মহত্যা
করে ভারতে, যার অধিকাংশই পুরুষ। ১৫ থেকে ২৯ বছরের তরুণ-তরুণীদের মধ্যে
আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ৩০-৩৯ বছর বয়সী যুবক-যুবতীর
আত্মহত্যার প্রবণতা। চীনের জনসংখ্যা আরও বেশি হলেও ১ লাখ ২০ হাজার ৭৩০টি
আত্মহত্যার ঘটনা ঘটে থাকে।
No comments