ক্যাচ ধরে শিশু রক্ষা
চীনের ঝেজিয়াং প্রদেশের নিনঘাই শহরের
রাস্তায় পণ্য বিলি করছিলেন বিক্রয়কর্মীরা। হঠাৎই তাঁদের কানে আসে এক শিশুর
কান্নার শব্দ। ওপরে তাকিয়ে দেখেন এক ভবনের পাঁচতলা থেকে পড়োপড়ো করছে একটি
শিশু।
পণ্যবিলিকারীরা কী করবেন বুঝে ওঠার আগেই শিশুটি পড়ে যায়। আর শূন্য থেকেই তাকে লুফে নেয় ওই লোকগুলো। গত বৃহস্পতিবার ঘটে এ ঘটনা।
সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ওই মেয়েশিশুটির বয়স দুই বছর। নাম কিকি। তার তেমন কোনো ক্ষতি হয়নি। তবে মুখে একটু আঘাত লেগেছে। কিকির মা-বাবা জানান, কিকি যখন ঘরে ঘুমাচ্ছিল, তখন তাঁরা বাইরে বের হন। ঘুম থেকে উঠে দরজা বন্ধ দেখে শিশুটি সম্ভবত জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। কিকিকে ক্যাচ ধরতে গিয়ে অন্তত দুই বিলিকারী আহত হয়েছেন।
সূত্র : ডেইলিমেইল।
সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ওই মেয়েশিশুটির বয়স দুই বছর। নাম কিকি। তার তেমন কোনো ক্ষতি হয়নি। তবে মুখে একটু আঘাত লেগেছে। কিকির মা-বাবা জানান, কিকি যখন ঘরে ঘুমাচ্ছিল, তখন তাঁরা বাইরে বের হন। ঘুম থেকে উঠে দরজা বন্ধ দেখে শিশুটি সম্ভবত জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। কিকিকে ক্যাচ ধরতে গিয়ে অন্তত দুই বিলিকারী আহত হয়েছেন।
সূত্র : ডেইলিমেইল।
No comments