'বৌদ্ধ-মুসলিম বিয়ে নিষিদ্ধের প্রস্তাব মানবাধিকার লঙ্ঘন'
বৌদ্ধ ধর্মাবলম্বী নারীদের সঙ্গে অন্য
ধর্মের পুরুষের বিয়ের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন
মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। তিনি এ প্রস্তাবকে নারীর প্রতি
অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
সু চির বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া গতকাল এ কথা জানায়।
সু চি বলেন, 'এ নিয়ম পক্ষপাতমূলক। শুধু নারীর ক্ষেত্রে কেন এ নিয়ম? নারীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা উচিত নয়। এটা নারী অধিকার ও মানবাধিকার লঙ্ঘন।' বিয়েসংক্রান্ত বিতর্কিত এ প্রস্তাবটি দেন মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষু উইরাথু। এতে বলা হয়, 'অন্য ধর্মের পুরুষরা বৌদ্ধ নারীকে বিয়ে করতে চাইলে তাকে ধর্মান্তরিত হতে হবে এবং মেয়ের অভিভাবকের অনুমতি নিতে হবে। না হলে ওই পুরুষকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।' সাম্প্রতিক বৌদ্ধ-মুসলিম দাঙ্গার পরিপ্রেক্ষিতে দুই শতাধিক বৌদ্ধ ভিক্ষু আলোচনায় বসেন। উইরাথু জানান, ভিক্ষুদের সঙ্গে আলোচনা করেই তিনি এই প্রস্তাব দিয়েছেন। তাঁর অভিযোগ, মুসলমান পুরুষের সঙ্গে কোনো বৌদ্ধ নারীর বিয়ে হলে ওই নারীকে ধর্মীয় স্বাধীনতা হারাতে হয়। তাই এই বিধান চান তাঁরা। সূত্র : এএফপি।
সু চি বলেন, 'এ নিয়ম পক্ষপাতমূলক। শুধু নারীর ক্ষেত্রে কেন এ নিয়ম? নারীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা উচিত নয়। এটা নারী অধিকার ও মানবাধিকার লঙ্ঘন।' বিয়েসংক্রান্ত বিতর্কিত এ প্রস্তাবটি দেন মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষু উইরাথু। এতে বলা হয়, 'অন্য ধর্মের পুরুষরা বৌদ্ধ নারীকে বিয়ে করতে চাইলে তাকে ধর্মান্তরিত হতে হবে এবং মেয়ের অভিভাবকের অনুমতি নিতে হবে। না হলে ওই পুরুষকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।' সাম্প্রতিক বৌদ্ধ-মুসলিম দাঙ্গার পরিপ্রেক্ষিতে দুই শতাধিক বৌদ্ধ ভিক্ষু আলোচনায় বসেন। উইরাথু জানান, ভিক্ষুদের সঙ্গে আলোচনা করেই তিনি এই প্রস্তাব দিয়েছেন। তাঁর অভিযোগ, মুসলমান পুরুষের সঙ্গে কোনো বৌদ্ধ নারীর বিয়ে হলে ওই নারীকে ধর্মীয় স্বাধীনতা হারাতে হয়। তাই এই বিধান চান তাঁরা। সূত্র : এএফপি।
No comments