এফবিআইয়ের নতুন প্রধান জিম কমে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা
সংস্থার (এফবিআই) প্রধান হিসেবে মনোনয়ন পেয়েছেন বিচার বিভাগের সাবেক
কর্মকর্তা জিম কমে। গতকাল শুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে
কমেকে মনোনয়ন দেওয়ার কথা।
সিনেটে সমর্থন পেলে তিনি রবার্ট মুয়েলারের স্থলাভিষিক্ত হবেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে কমেকে অভিনন্দন জানিয়ে বলা হয়, 'জাতীয় নিরাপত্তা ও আইন প্রণয়নের ক্ষেত্রে কমে খবুই দক্ষ ও সম্মানিত একজন মানুষ। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জাতীয় নিরাপত্তা বিষয়ে সফলভাবে দায়িত্ব পালন করছেন।'
৫২ বছর বয়সী জেমস কমে এর আগে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডাবি্লউ বুশের প্রশাসনের বিচার বিভাগে কর্মরত ছিলেন। ম্যানেজারের দায়িত্ব পালন করেন বিনিয়োগ প্রতিষ্ঠান হেজ ফান্ডের। বর্তমানে তিনি কলম্বিয়া ল স্কুলে অধ্যাপনা করছেন।
এফবিআই থেকে বর্তমান প্রধান মুয়েলারের অবসর নেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ওবামা কমেকে বেছে নেন। সূত্র : এএফপি।
বিবৃতিতে কমেকে অভিনন্দন জানিয়ে বলা হয়, 'জাতীয় নিরাপত্তা ও আইন প্রণয়নের ক্ষেত্রে কমে খবুই দক্ষ ও সম্মানিত একজন মানুষ। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জাতীয় নিরাপত্তা বিষয়ে সফলভাবে দায়িত্ব পালন করছেন।'
৫২ বছর বয়সী জেমস কমে এর আগে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডাবি্লউ বুশের প্রশাসনের বিচার বিভাগে কর্মরত ছিলেন। ম্যানেজারের দায়িত্ব পালন করেন বিনিয়োগ প্রতিষ্ঠান হেজ ফান্ডের। বর্তমানে তিনি কলম্বিয়া ল স্কুলে অধ্যাপনা করছেন।
এফবিআই থেকে বর্তমান প্রধান মুয়েলারের অবসর নেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ওবামা কমেকে বেছে নেন। সূত্র : এএফপি।
No comments