গল্পকার by আজিজুল হাকিম
অভিনেতা ও পরিচালক আজিজুল হাকিম গল্প
লিখেছেন। তাঁর লেখা গল্প নিয়ে বই বেরিয়েছে। নাম গল্প নয়, কল্প নয়। বাংলা
একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী।
আজিজুল হাকিম বলেন, ‘মেলায় বইটি বেরোচ্ছে সোমবার (আজ)। এটা আমার প্রথম বই।
আমি গল্প লিখছি অনেক দিন হলো, সেই ২০০৩ সাল থেকে। বিভিন্ন পত্রিকায় তা
প্রকাশিত হয়েছে। তেমনি নয়টি গল্প রয়েছে বইটিতে।’ তিনি আরও বলেন, ‘প্রথম বই,
আমি খুব রোমাঞ্চিত। তবে মোড়ক উন্মোচন করার পরিকল্পনা নেই। প্রথম লেখা,
পাঠক কীভাবে নেয়, দেখি। শুরুতেই ততটা আয়োজন করতে চাই না।’
আজিজুল হাকিম সবাইকে বইটি সংগ্রহ করার অনুরোধ জানান।
আজিজুল হাকিম সবাইকে বইটি সংগ্রহ করার অনুরোধ জানান।
No comments