ঢাকা সিএমএম কোর্টে আইনজীবী প্রহৃত হওয়ায় তুলকালাম ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
পেশকার কতর্ৃক আইনজীবী প্রহৃত হওয়ার
ঘটনায় ঢাকা সিএমএম আদালতে রবিবার তুলকালাম কা- ঘটে গেছে। ঘটনার জের হিসাবে
ম্যাজিস্ট্রেট তানিয়া কামালকে বিচারিক কার্য থেকে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনার জন্য দায়ী পেশকার এমদাদকে সাময়িকভাবে বরখাসত্ম করা হয়েছে।
বেলা ৩টার দিকে এ্যাডভোকেট পিযুষ কানত্মি রায় (পি কে রায়) ও তাঁর সহকারী
এ্যাডভোকেট পারভেজ ১৫ নম্বর মহানগর হাকিমের আদালতে একটি মামলার নথী দেখতে
গেলে ঐ কোর্টের পেশকার এমদাদ নথী দেখানোর জন্য ১০০ টাকা দাবি করেন।
এ্যাডভোকেট টাকা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা
কাটাকাটির একপর্যায়ে পেশকার এমদাদ এ্যাডভোকেট পি কে রায়কে অকথ্য ভাষায়
গালাগাল করে এবং মাথায় বড় ফাক্সো সীল দিয়ে আঘাত করে। এতে তাঁর মাথা কেটে
যায় এবং তিনি জখম হয়। উপস্থিত আইনজীবীরা উক্ত ঘটনার প্রতিবাদ করলে
হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল খাস
কামরা থেকে বের হয়ে এ্যাডভোকেটদ্বয়কে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ
দেন। পুলিশ এ্যাডভোকেট পি কে রায়কে হাতকড়া পরায়। এ ঘটনায় ঢাকা বারের
আইনজীবীরা তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। শুরম্ন হয় তুমুল হৈচৈ। এ সময় ২য়
অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মোঃ কামরম্নজ্জামান আইনজীবীদের বলেন
এটা কি বার না এজলাস। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তিনি চলে যান।
পরবর্তীতে তাঁকে আর দেখা যায়নি। আইনজীবীরা তানিয়া কামালের আদালতক ভাংচুর
করেন এবং ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল ও পেশকার এমদাদের বরখাসত্মের দাবি
জানান। মহানগর পিপি আব্দুলস্নাহ আবু, ভারপ্রাপ্ত সিএমএম গোলাম রাব্বানী,
ঢাকা বারের সিনিয়র আইনজীবী ও অন্য ম্যাজিস্ট্রেটগণ তাৎণিক বৈঠক করে
ম্যাজিস্ট্রেট তানিয়া কামালকে বিচারিক কার্য থেকে প্রত্যাহার ও পেশকার
এমদাদকে সাময়িকভাবে বরখাসত্ম করার সিদ্ধানত্ম নেন। এছাড়া আহত আইনজীবীর
অভিযোগের প্রেেিত বিচার বিভাগীয় তদনত্মপূর্বক অভিযুক্তদের বিরম্নদ্ধে আইনগত
ব্যবস্থা নেয়া হবে বলে মৌখিকভাবে নির্দেশ দেন।
No comments