সিলেটের তিন স্থানে বিএসএফের সীমান্ত অতিক্রম ॥ আতঙ্ক গোলাগুলির আশঙ্কা- বিডিআরের লাল পতাকা
সিলেটের ৩টি স্থানে সীমানত্ম অতিক্রম
করেছে বিএসএফ। লাল পতাকা দেখিয়েছে বিডিআর। ছড়িয়ে পড়েছে সীমানত্মবাসীর মধ্যে
আতঙ্ক। যে কোন মুহূর্তে শুরম্ন হতে পারে গোলাগুলি।
আবারও
ঘটতে পারে নিরীহ সীমানত্মবাসীর প্রাণহানি। বিডিআরের মহাপরিচালকের সিলেট
সফর ও নয়াদিলস্নীতে বাংলাদেশ-ভারত সীমানত্ম সম্মেলনকে ঘিরে সিলেট সীমানত্মে
বিএসএফ তাদের আগ্রাসী তৎপরতা আরও জোরদার করেছে। রবিবার দুপুরে
জৈনত্মাপুরের প্রতাপপুর, কেন্দ্রীয় বিল ও তামাবিলের আমসত্বপুর এলাকায়
সীমানত্ম অতিক্রম করে ভারতীয় নাগরিকসহ বিএসএফ। তাক করে রাখে ভারি
অস্ত্রশস্ত্র। পরে সীমানত্মরেখার ২শ' থেকে ৫শ' গজ বাংলাদেশের ভেতর প্রবেশ
করে অবস্থান নেয়। এ সময় বিডিআর লাল পতাকা উত্তোলন করলে বিকেল ৪টায় বিএসএফ
পিছু হটে যায়। এ অবস্থায় সিলেটের উত্তর-পূর্ব সীমানত্ম এলাকায় বিডিআরকে
সতর্কাবস্থায় রাখা হয়েছে। গত ৪ ফেব্রম্নয়ারি থেকে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট
সীমানত্ম। এ পর্যনত্ম বিএসএফ ও ভারতীয় নাগরিকরা কয়েক দফা হানা দিয়েছে
বাংলাদেশের অভ্যনত্মরে। ধরে নিয়ে গেছে এক বিডিআরকে, আহত হয়েছে ৫ জন,
গুলিবিনিময় হয়েছে কয়েক হাজার রাউন্ড, বৈঠক হয়েছে কয়েকবার। এরপরও বিএসএফ
তাদের উস্কানিমূলক অপতৎপরতা বন্ধ না করায় সিলেট সীমানত্মজুড়ে বিরাজ করছে
আতঙ্ক।
No comments