অভিনয় ও প্লেব্যাকে সাজু
‘বিহাইন্ড দ্য টোকাই’ ছবির গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি তাতে অভিনয়ও করছেন ক্লোজ-আপ তারকা কণ্ঠশিল্পী সাজু। আকা আজাদের লেখা গানটির সংগীত পরিচালনা করেছেন শওকত রেজা।
সাজু বলেন, ‘এবারই প্রথম ছবির গানে কণ্ঠ দিলাম। পাশাপাশি অভিনয়ও করছি। গান গাওয়ার পাশাপাশি ছবিতে অভিনয়ের ব্যাপারটি আমার কাছে বেশ ভালো লাগছে।’ সাজু আরও বলেন, ‘শুনেছি “বিহাইন্ড দ্য টোকাই” ছবির গল্পটা টোকাইদের নিয়ে, তাই কাজটি করতে আরও বেশি ভালো লাগছে। এরই মধ্যে এক দিনের শুটিং করেছি। বাকি শুটিং কমলাপুর ও ঢাকার বিভিন্ন লোকেশনে করব।’২০০৮ সালের ক্লোজ-আপ ওয়ান প্রতিযোগিতার পর এখন পর্যন্ত সাজুর আটটি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামগুলো হলো: ‘পিরিতির দাগ’, ‘মায়ায় পড়েছি’, ‘০১৭১৪৫৫৮২৮৩’, ‘মিস সুন্দরী’, ‘করলাম একি ভুল’, ‘জ্বলন্ত হূদয়ের গান’, ‘সাজু বাংলাদেশ’ এবং ‘যারে এত ভালোবাসি’। এ ছাড়া আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রকাশিত হচ্ছে সাজুর আরেকটি অ্যালবাম—‘সুখ-দুঃখ’।
No comments