সবচেয়ে আবেদনময় হৃতিক রোশন
সম্প্রতি এক জরিপে বলিউডের সব অভিনেতাকে পেছনে ফেলে সবচেয়ে আবেদনময় তারকা নির্বাচিত হলেন হৃতিক রোশন। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, রণবীর কাপুরের মতো তারকাদের।
সম্প্রতি টুইটারে জরিপটি চালিয়েছিল অরম্যাক্স মিডিয়া। এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, ‘সালমান ও শাহরুখকে টপকে হৃতিক সবচেয়ে আবেদনময় তারকা নির্বাচিত হওয়ায় আমরা খানিকটা অবাকই হয়েছি। আরও বেশি অবাক হয়েছি, তালিকায় সবার শেষে রণবীর কাপুরের নাম থাকায়।’সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হওয়ায় স্বভাবতই বেশ খুশি হৃতিক। অনুভূতি প্রকাশ করতে গিয়ে ‘কৃশ’খ্যাত ৩৯ বছর বয়সী এ তারকা বলেন, ‘সাধারণ মানুষের এই সিদ্ধান্তের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাকে এভাবে উত্সাহিত করার জন্য তাঁদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’
এদিকে, জরিপে বলিউডের সবচেয়ে আবেদনময়ী তারকা নির্বাচিত হয়েছেন ক্যাটরিনা কাইফ। তালিকায় ঠাঁই পাওয়া অন্য তারকারা হলেন: কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, প্রিয়াংকা চোপড়া প্রমুখ।
No comments