৩০ জানুয়ারি থেকে সব জাহাজ বন্ধ
আগামী ৩০ জানুয়ারি থেকে দেশের সব জাহাজ বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জাহাজ মালিক সমিতি ঐক্য পরিষদ। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ আল্টিমেটাম দেয়।
বাংলাদেশ জাহাজ মালিক সমিতি ঐক্য পরিষদ মূলত কোস্টাল শিপ ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি গাজী বেলায়েত হোসেন ও অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ বীরবিক্রমের নেতৃত্বাধীন সংগঠনের জোট। তারা আজকের মধ্যে নতুন মালবাহী জাহাজের নকশা ও রেজিস্ট্রেশন প্রদান বন্ধ, বিসিভোয়া ও কোয়াবের সম্মতি ছাড়া কোন মালবাহী জাহাজের সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ এবং ভারতীয় প্রটোকল অনুমোদন না দেয়াসহ মোট ২২ দফা দাবি পূরণের জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছে।সরকার এ সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না করলে ৩০ জানুয়ারি মধ্য রাত থেকে জাহাজ পরিচালনা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা ও নবগঠিত বাংলাদেশ জাহাজ মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ বীরবিক্রম।
No comments