ম্যালওয়্যার শনাক্ত করেছে ক্যাসপারস্কি
সংবেদনশীল দলিলপত্র থেকে ভূরাজনৈতিক তথ্য সংগ্রহ করার জন্য চালু হওয়া বিশেষ রোকরা ম্যালওয়্যার শনাক্ত করতে পেরেছে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস।
শনাক্ত করার পাশাপাশি এ ম্যালওয়্যার ব্লকও করতে সক্ষম হয়েছে ক্যাসপারস্কি। ইতিমধ্যে এ ম্যালওয়্যারে আক্রান্ত ভারত ও পাকিস্থানে ১৯টি সংক্রামণ শনাক্ত করেছে ক্যাসপারস্কি ল্যাব। উল্লেখ্য, অপারেশন রেড অক্টোবর নামের বড় এ সাইবার গুপ্তচরবৃত্তিমূলক আক্রমণ সারা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোয় চালানো হয়। —বিজ্ঞপ্তি
No comments