তথ্য রাখার নতুন তিনটি পণ্য
বছরের শুরুতে দেশের বাজারে এল ট্রানসেন্ডের নতুন তিনটি পণ্য। পণ্যগুলো হলো: ৩২ গিগাবাইটের পেনড্রাইভ, স্টোরজেট ক্লাউড ও ওয়াই-ফাই মেমোরি কার্ড।
গতকাল মঙ্গলবার বাংলাদেশে ট্রানসেন্ডের পরিবেশক ইউনাইটেড কম্পিউটার সেন্টার (ইউসিসি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। এ সময় উপস্থিত ছিলেন ট্রানসেন্ডের দক্ষিণ এশীয় আঞ্চলিক প্রধান গরডন উঁ, হিসাব ব্যবস্থাপক নিক চৌঁ, ইউসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সারওয়ার মাহমুদ খান।অধিক তথ্য আদান-প্রদানের ক্ষমতাসম্পন্ন তারহীন হার্ডডিস্ক ‘স্টোরজেট ক্লাউড’-এ রয়েছে ওয়াই-ফাই ব্যবহারের সুবিধা। ব্যাটারি চলবে টানা আট ঘণ্টা। এ ছাড়া থাকছে অ্যাপলের আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহারের সুবিধা। ধারণক্ষমতা থাকছে ৩২, ৬৪ ও ১২৮ গিগাবাইট। ওজন ৯০ গ্রাম। নতুন ওয়াই-ফাই এসডি কার্ড একই সঙ্গে ব্যবহার করা যাবে তিনটি যন্ত্রের সঙ্গে। শুধু তা-ই নয়, এই যন্ত্র থেকে সরাসরি ছবি প্রকাশ করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। এ ছাড়া জেট ফ্লাস সিরিজে যুক্ত হলো ৩২ গিগাবাইট পানিরোধক পেনড্রাইভ। —রাকিব মোজাহিদ
No comments