ভারতে গণধর্ষণের মর্মান্তিক সব কাহিনী
দিল্লিতে গণধর্ষণের পর ২৩ বছর বয়সী ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর পর একে একে বেরিয়ে আসছে ধর্ষণের কাহিনী। ভারতের মিডিয়া, বিশেষ করে অনলাইন পত্রিকাগুলোতে এসব রিপোর্টে সয়লাব।
এমন অবস্থায় মুখ খুলেছেন বহুল আলোচিত, প্লেবয় ম্যাগাজিনের জন্য পোজ দেয়া শেরলিন চোপড়া। তিনিও এ ঘটনায় হতাশ, ক্ষুব্ধ। তাই তিনি প্রস্তাব দিয়েছেন, তিনি ধর্ষিত হতে চান। তবে একটি শর্ত দিয়েছেন। বলেছেন, তাকে কথা দিতে হবে ভারতে সব ধর্ষণ বন্ধ হবে তাতে। যদি সব ধর্ষণ বন্ধ হয় তাহলে তিনি ধর্ষিত হতে চান। তিনি টুইটারে লিখেছেন- ‘প্রিয় ঘৃণ্য ব্যক্তিবর্গ, আপনারা বলতে পারেন আমার ধর্ষিত হওয়া উচিত। যদি আমি ধর্ষিত হলে ভারতের আর কোন কনেকে ধর্ষিত না হওয়ার নিশ্চয়তা দেয় তাহলে আমি যে কোন মূল্যে প্রস্তুত কোন ভয় নেই।’ ওদিকে পাঞ্জাবের মোহালিতে ১০ বছর বয়সী এক শিশু কন্যাকে যৌন হয়রানি করার অভিযোগে পুলিশের ৫০ বছর বয়সী এক সহকারী সাব-ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম দেশ রাজ। ওই শিশুর পিতা গত ২৫শে ডিসেম্বর পুলিশের কাছে এ অভিযোগ করেন। ভারতে ধর্ষণ ঘটনা নিয়ে যখন তোলপাড় চলছে তখন পুলিশ এক সপ্তাহ পরে বুধবার ওই অভিযোগটিকে মামলা হিসেবে নথিভুক্ত করেছে। অভিযোগে বলা হয়েছে, দেশ রাজ ওই শিশুটির বাড়ির পাশেই এক রুমের একটি বাসায় ভাড়া থাকতো। সে ওই শিশুকে তার ঘরে ডেকে নিয়ে তাকে যৌন নির্যাতন করেন। তখন শিশুটি কান্নাকাটি শুরু করলে তার পিতা দৌড়ে গিয়ে তাকে রক্ষা করে। এক পুলিশ কর্মকর্তা বলেছেন, তাদের তদন্তে দেশ রাজকে দোষী সাব্যস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তাকে। নির্যাতিতা ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়া হয়েছে। ওদিকে নয়া দিল্লির ১৭ বছর বয়সী এক কিশোরী ধর্ষিত হয়েছে। তাকে এমএনসির দুই কর্মচারী ধর্ষণ করেছে। এ জন্য সে অক্টোবর ও নভেম্বর মাসে দু’বার আত্মহত্যার চেষ্টা করে। ওদিকে জয়পুরে ১১ বছর বয়সী এক শিশু গণধর্ষিত হওয়ার পর তার প্রজননতন্ত্রে ১৪টি অপারেশন করা হয়েছে। গোয়াতে এক নারীকে হুমকি দেয়ার অভিযোগে সিরিয়াল কিলার মাহানান্দ নায়েকের বিরুদ্ধে মামলা হয়েছে। কেরালায় ধর্ষিত হওয়ার ৮ বছর পরে এক নারী এখন বিচার চাইছেন। তাকে ৪০ দিন আটকে রেখে ৪২ জন গণধর্ষণ করেছিল বলে তার অভিযোগ। এজন্য তিনি সুপ্রিম কোর্টে বিচারের অপেক্ষায় আছেন। এমন অনেক ঘটনায় ভরা ভারতের মিডিয়া। নয়া দিল্লিতে ধর্ষিত ১৭ বছর বয়সী ‘নবনীতা’ (পরিবর্তিত নাম) বলেছে- ফেসবুকে নবীন সিং খেতওয়ালের (২৪) সঙ্গে ২০১১ সালে তার বন্ধুত্ব হয়। এরপর নবীন তার এক কাজিন রাজেশের (২৪) সঙ্গে নবনীতাকে পরিচয় করিয়ে দেয়। তাদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে তারা দু’জনে ধর্ষণ করে নবনীতাকে। এতে হতাশ হয়ে সে দু’বার আত্মহত্যার চেষ্টা চালায়। ওদিকে নয়া দিল্লিতে এখন থেকে ৮ বছর আগে কেরালার এক নারীকে ৪০ দিন আটকে রাখে একদল নরপিশাচ। তারা ৪২ জনে দিনের পর দিন তারা ধর্ষণ করতে থাকে। দিল্লির ধর্ষণ নিয়ে চারদিকে যখন উত্তাল তখনই তিনি ওই ঘটনা সামনে এনে সুপ্রিম কোর্টে বিচার চেয়েছেন। গতকাল প্রধান বিচারপতি আলতামাস করিব বলেছেন, তিন সপ্তাহের মধ্যে এ মামলার শুনানি শুরু হবে। ওই নারীকে ধর্ষণের ঘটনা সারাইয়ানেলি ধর্ষণ মামলা নামে পরিচিত। ওই নারী কেরালায় যে গ্রামে তার পিতামাতার সঙ্গে বসবাস করতেন সে গ্রামের নামানুসারে এমন নামকরণ করা হয়েছে। তার পর থেকে তিনি দু’বার তার বাসা পাল্টেছেন। ওই মামলায় বলা হয়েছে, এখন থেকে ৮ বছর আগে ওই নারীর বয়স ছিল ১৬ বছর। তখন তাকে তার গ্রাম থেকে এক বাস কন্ডাকটর অপহরণ করে ধর্ষণ করে। তারপর সে তাকে তুলে দেয় অন্যদের হাতে। তাদের মধ্যে ওই সময় কেরালায় ক্ষমতাধর ছিল অনেকেই। ওই সময় তাকে আটকে রাখা হয়েছিল। তার কাছে কোন অর্থও ছিল না বাড়ি ফিরে যাওয়ার। ক্ষতের কারণে তিনি বসতে বা দাঁড়াতে পারতেন না। তার এ ঘটনায় কেরালায় প্রথম স্পেশাল কোর্ট বসানো হয় যৌন হয়রানির মামলার সমাধান করতে। তাকে ধর্ষণের জন্য ৩৫ জনকে অভিযুক্ত করা হয়। কিন্তু ৩ বছর পরে কেরালা হাইকোর্ট ওই সিদ্ধান্তকে উল্টে দেয়। তাতে একজনমাত্র ব্যক্তিকে দোষী দেখানো হয়। এ রায়ের তখন সমালোচনা করেন অনেকে। ধর্ষিতার পরিবার ও রাজ্যের প্রসিকিউটররা ২০০৫ সালে এ বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন। তারপর আর কোন অগ্রগতি হয়নি।
No comments