আসছে রিয়াজ ও শাবনূরের ‘শিরি-ফরহাদ’
রিয়াজ ও শাবনূরকে নিয়ে পরিচালক গাজী মাহবুব শিরি-ফরহাদ ছবির কাজ শুরু করেন ২০০৬ সালে। এরপর নানা কারণে ছবির কাজ পিছিয়ে যায়। এক দুর্ঘটনায় নষ্ট হয়ে যায় ছবির প্রায় ১৫ হাজার ফুট নেগেটিভ।
পরে নতুন করে আবার এই অংশের শুটিং করতে হয়। এবার ২৫ জানুয়ারি ডিজিটাল প্রযুক্তিতে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিচালক।এদিকে রিয়াজ বলেন, ‘আমার শেষ ছবিটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, তা আমি নিজেও ভুলে গেছি। অনেক দিন পর আবার আমার ছবি মুক্তি পাচ্ছে শুনে খুব ভালো লাগছে। শিরি-ফরহাদ পুরোপুরি একটি প্রেমের ছবি।’
ছবির সংলাপ রচনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু ও এম এ শহীদ। ছবিতে আরও অভিনয় করেছেন ডন, ইলিয়াস কোবরা, আফজাল শরীফ, মেহবুবা প্রমুখ। শিরি-ফরহাদ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও বি-বাড়িয়া ফিল্মস।
No comments