চেন্নাই এক্সপ্রেসে
গত বছর ‘রা ওয়ান’ সিনেমায় এক সাউথ ইন্ডিয়ান যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান। কিন্তু সাউথ ইন্ডিয়ানরা তাঁর অভিনয়ে সন্তুষ্ট হতে পারেননি।
তাঁদের মতে শাহরুখ চরিত্রটির জন্য মানানসই অভিনয় করতে পারেননি। কমেডি চরিত্রটি তিনি ভালভাবে ফুটিয়ে তুলতে পারেননি। সমালোচকদের মতে নিম্নমানের অভিনয়ের জন্যই বড় বাজেটের ‘রা ওয়ান’ হিট হয়নি। তবে ব্যর্থতার গ্লানিতে ডুবে যেতে রাজি নন শাহরুখ। তিনি ‘চেন্নাই এক্সপ্রেস’ নামের আরেকটি ছবিতে আবার এক সাউথ ইন্ডিয়ান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটিতে শাহরুখের বিপরীতে থাকছেন দীপিকা পাড়ুকোন। ‘চেন্নাই এক্সপ্রেসএর পোস্টারে দেখা যাচ্ছে শাহরুখ এবং দীপিকা সাউথ ইন্ডিয়ান স্টাইলের পোশাক পরে রয়েছেন। ছবিটি নিয়ে বলিউডপাড়ায় ব্যাপক আলোচনা চলছে। ছবিটি প্রযোজনা করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। আসছে জুন মাসে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক শাহরুখ এবার কতটা সফল হন।সূত্র : ওয়েবসাইট
No comments