এসএসসি পরীৰা ১ ফেব্রম্নয়ারির পরিবর্তে শুরম্ন হবে ১১ ফেব্রম্নয়ারি
স্টাফ রিপোর্টার ঢাকায় অনুষ্ঠিতব্য আসন্ন দক্ষিণ এশীয় গেমস বা এসএ গেমসের কারণে পিছিয়ে দেয়া হয়েছে এসএসসি ও সমমানের পরীৰা। পূর্ব ঘোষিত তারিখ আগামী ১ ফেব্রম্নয়ারির পরিবর্তে ১১ ফেব্রম্নয়ারি থেকে এই পরীৰা শুরম্ন হবে।
পরীৰার বিসত্মারিত সময়সূচী পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রম্নত জানিয়ে দেয়া হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে শিক্ষা বোর্ডসমূহের চেয়ারম্যানদের সঙ্গে আয়োজিত বৈঠকে এ সিদ্ধানত্ম নেয়া হয়েছে। বৈঠকে তারিখ পরিবর্তনের কারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে। এ সময় যুগ্মসচিব (মাধ্যমিক) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, সব শিৰাবোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ বছর ৮টি সাধারণ শিক্ষাবোর্ড, ১টি মাদ্রাসা শিক্ষাবোর্ড ও ১টি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ৯৯২টি কেন্দ্রে মোট ১২ লাখ ২ হাজার ৮৬৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
No comments