স্থিতিশীল দৰিণ এশিয়া চাই শেখ হাসিনা
দিলস্নী, ১১ জানুয়ারি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থিতিশীল দক্ষিণ এশিয়া গড়তে বাংলাদেশের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সোমবার সকালে ভারত সফরের দ্বিতীয় দিনে সে দেশের রাষ্ট্রপতি ভবনে এক সংবর্ধনা শেষে সাংবাদিকদের শেখ হাসিনা এ কথা বলেন। স্থানীয় সময় সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছলে প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসিনাকে স্বাগত জানান। শেখ হাসিনার সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানা। এ সময় দুই প্রধানমন্ত্রী নিজ নিজ সহকমর্ীদের সঙ্গে একে অপরের পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য সজ্জিত মঞ্চে উঠলে দুই দেশের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। সংবর্ধনা শেষে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট রওনা দেয়ার আগে হাসিনা সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের জনগণের বন্ধুত্বের বাতর্া নিয়ে এসেছি। স্থিতিশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়তে বাংলাদেশের ভূমিকা অব্যাহত থাকবে। দু'দেশের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার হবে।" দারিদ্র্যকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শত্রম্ন হিসাবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়া গড়তে চাই। আমরা স্থিতিশীল দক্ষিণ এশিয়া চাই। আমরা দক্ষিণ এশিয়ায় শানত্মি চাই।" শেখ হাসিনা আরও বলেন, 'ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ফলপ্রসূ করতে চাই।' এ সময় মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকার কথা স্মরণ করেন। এর আগে সকালে মোটর শোভাযাত্রাসহ শেখ হাসিনা হোটেল থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা হন। শেখ হাসিনার আগমন উপলক্ষে দিলস্নীর গুরুত্বপূর্ণ সড়কগুলো বিভিন্ন রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে। গাড়িবহর রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে অশ্বারোহী বাহিনীর একটি দল শেখ হাসিনার গাড়িকে এসকর্ট করে নিয়ে আসে।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের অর্থমমন্ত্রী প্রণব মুখাজর্ী, পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদমরবমসহ ভারতের মন্ত্রিসভার সদস্য, পররাষ্ট্র সচিব নিরুপমা রাও, দিলস্নীর গবর্নর রাজ পাল এবং উর্ধতন সরকারী কর্মকর্তাগণ।
শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, ড. মসিউর রহমান, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক, তাঁর স্ত্রী পেপ্পি সিদ্দিক, শেখ রেহানার মেয়ে আজমীনা সিদ্দিক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে রবিবার ভারত সফরে আসেন শেখ হাসিনা।
No comments