‘স্মার্টফোন মেলা’ ১১ জানুয়ারি থেকে
১১ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী মুঠোফোন মেলা ‘স্মার্টফোন এক্সপো’। মেলার আয়োজক মেকার কমিউনিকেশন।
এর আগে ১০ জানুয়ারি থেকে মেলা শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত একদিন পিছিয়ে মেলার তারিখ ১১ জানুয়ারি করেছে আয়োজকেরা।আয়োজক প্রতিষ্ঠানের ভাষ্য, স্মার্টফোন এক্সপোতে সব ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট ও আনুষঙ্গিক পণ্য পাওয়া যাবে। মেলায় থাকবে টেলিটক থ্রিজি এবং স্মার্টফোনের জন্য সিকিউরিটি পণ্য ক্যাসপারস্কির স্টল। মেলায় বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও উপহার থাকবে।
মেলায় ৭ টি প্যাভিলিয়নে ১৭ টি স্টলে প্রযুক্তি-পণ্য প্রদর্শিত হবে। প্রদর্শনীর পাশাপাশি অ্যাপ্লিকেশন নির্মাতারাও স্মার্টফোন এক্সপোতে তাঁদের অ্যাপ্লিকেশন প্রদর্শনের সুযোগ পাবেন। অ্যাপ্লিকেশন প্রদর্শনকারীদের makercom@gmail.com ঠিকানায় যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি।
No comments