গাজীপুরে বিএনপির অভ্যনত্মরীণ কোন্দল প্রকাশ্যে, উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১০ জানুয়ারি সম্মেলনকে ঘিরে গাজীপুরে বিএনপি'র অভ্যনত্মরীণ কোন্দল আবারও প্রকাশ্যে রূপ নিয়েছে। দলে উত্তেজনা বিরাজ করছে।
জেলা বিএনপি'র আহ্বায়কের সম্মেলন কার্যক্রম স্থগিতাদেশ পেয়েও পৌর বিএনপি'র একাংশের নেতাকমর্ীরা ভোট গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। তবে অপর অংশের নেতাকমর্ীরা ভোট গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়নি। রবিবার বিকেল ৩টায় শহরের ট্রাস্ট কমিউনিটি সেন্টারে গাজীপুর পৌর বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পূর্ব নির্ধারিত তারিখ ছিল। কিন্তু দলের নেতাকমর্ীদের অভিযোগ এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় জেলা বিএনপি'র আহ্বায়ক দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আসম হান্নান শাহ স্বাক্ষরিত এক জরম্নরী চিঠির মাধ্যমে ওই সম্মেলন স্থগিত ঘোষণা করেন। গাজীপুর পৌর বিএনপি'র আহ্বায়কের তরফ থেকে এ চিঠি দেয়া হয় বলে রবিবার দুপুরে জেলা বিএনপি'র কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা আহ্বায়ক কমিটির সমন্বয়কারী ডা. মাজহারম্নল আলম জানান। এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মীর হালিমুজ্জামান ননী, আফজাল হোসেন কায়সার, আক্তারম্নজ্জামান, এ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স, সাখাওয়াত হোসেন সবুজ প্রমুখ।এদিকে সম্মেলন স্থগিতের চিঠি পেয়ে দলের স্থানীয় নেতাকমর্ীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। একাংশের নেতাকমর্ীরা দীর্ঘ প্রস্তুতির পর স্বল্প সময়ের (১২ ঘণ্টা আগে) নোটিসে পৌর বিএনপি'র সম্মেলন স্থগিতের প্রক্রিয়া যথাযথ হয়নি বলে দাবি করেছেন। এছাড়াও তারা আরও জানান, গাজীপুর পৌর বিএনপি'র আহ্বায়ক এ্যাডভোকেট সুলতান উদ্দিন স্থগিতের ওই চিঠির ব্যাপারে কোন পদক্ষেপ নেননি। তাই তারা রবিবার পূর্বনির্ধারিত সম্মেলন অনুষ্ঠিত না হলেও সম্মেলন পূর্ব নির্বাচন সম্পন্ন করেছেন। এ নির্বাচনে গাজীপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ পদে দলের মেহেদী হাসান এলিচ পেয়েছেন ৩০৮ ভোট এবং এ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স পেয়েছেন ১৪ ভোট। তবে এ ভোট গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পত্রে উলেস্নখিত অতিথিদের কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
অপরদিকে দলের অপর অংশের নেতাকমর্ীরা ভোট গ্রহণ অনুষ্ঠানে অংশ নেননি। এ নিয়ে দলের স্থানীয় নেতাকমর্ীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। উলেস্নখ্য, ইতোপূর্বে পৌর বিএনপি সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আহম্মদ আলী রম্নশদীসহ অন্যান্য পদে বিভিন্ন নেতা নির্বাচিত হয়েছেন। গাজীপুর পৌর বিএনপি কমিটি গঠন সম্পন্ন না হওয়ায় জেলা বিএনপি'র কমিটি গঠন প্রক্রিয়া ঝুলে আছে।
No comments