আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ
‘প্লাগফেস্ট ডট ওপেন’ শিরোনামের একটি আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরা। দ্য ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (আইইইই) কম্পিউটার সোসাইটি সিঙ্গাপুর,
গুগল ডেভেলপার গ্রুপস এবং ইনফোকম ডেভেলপমেন্ট অথরিটির যৌথ আয়োজনে সিঙ্গাপুরে আয়োজিত এ প্রতিযোগিতায় নিবন্ধের শেষ তারিখ ১১ জানুয়ারি।সিঙ্গাপুরের বাইরের কোনো দেশ হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীরা এ প্রোগ্রামিং প্রতিযোগিতার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রতিযোগিতার সহযোগী হিসেবে রয়েছে কোড অ্যান্ড্রয়েড সিঙ্গাপুর, গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা (জিডিজি ঢাকা) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
এ প্রসঙ্গে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান জানিয়েছেন, ‘শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং বিষয়ক আগ্রহ বাড়ানো এবং দক্ষতা বাড়ানো ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতা দারুণ উপযোগী। আগ্রহী শিক্ষার্থীদের জন্য জিডিজি ঢাকা এবং বিডিওএসএন বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে বলেও জানান তিনি।
প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে http://open.plugfest.asia ঠিকানায়।
এ প্রসঙ্গে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান জানিয়েছেন, ‘শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং বিষয়ক আগ্রহ বাড়ানো এবং দক্ষতা বাড়ানো ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতা দারুণ উপযোগী। আগ্রহী শিক্ষার্থীদের জন্য জিডিজি ঢাকা এবং বিডিওএসএন বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে বলেও জানান তিনি।
প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে http://open.plugfest.asia ঠিকানায়।
No comments