দেশের ৪৯ সরকারী পলিটেকনিকে কর্মবিরতি শুরু
বেহাল কারিগরি শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিসহ ৮ দফা সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে দেশের সকল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটে শুরু হয়েছে শিক্ষকদের কর্মবিরতি।
পূর্ব ঘোষণা অনুসারে শনিবার সকাল থেকেই দেশের ৪৯ সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটে শুরু হয়েছে এ কর্মসূচী। শিক্ষকরা দেশের কারিগরি শিক্ষার স্বার্থে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেছেন, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি চলবে। আর এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২৬ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। কারিগরি শিক্ষাকে দক্ষ জনশক্তি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে অভিহিত করা হলেও অবহেলায় পড়ে আছে দেশের সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম। রাজস্বভুক্ত ২০ পলিটেকনিকে খালি পড়ে আছে ৬০ শতাংশ শিক্ষকের পদ। প্রকল্পভুক্ত ২৯টিতে ৮০ শতাংশ পদে কোন শিক্ষকই নেই। ৪৯টির মধ্যে ৪৫টিতেই নেই উপাধ্যক্ষ। খোদ অধ্যক্ষ নেই অর্ধেক প্রতিষ্ঠানে।
No comments