যশোর জেলা আ'লীগ সম্পাদকের গাড়ি লক্ষ্য করে বোমা
স্টাফ রিপোর্টার, যশোর অফিস রবিবার রাত সোয়া ৮টার দিকে শহরের ব্যসত্মতম এলাকা ঈদগাহ মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদারের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়েছে।
গাড়িটি দ্রম্নতগতিসম্পন্ন হওয়ায় বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়। রেলগেটে দলীয় কর্মিসভা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে বোমার সিপস্নণ্টারসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক অপূর্ব হাসান জানিয়েছেন, তারা বোমা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন। প্রত্যক্ষদশর্ীরা জানিয়েছেন, বোমা হামলার পর দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। বোমাটি ঈদগাহের দেয়ালে বিস্ফোরিত হয়। এ ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ শহরে রাতেই বিক্ষোভ মিছিল করে।
শাহিন চাকলাদার জানান, মুখোশধারী হামলাকারীদের তিনি চিনতে পারেননি। তবে তাঁর ধারণা আগামীকাল মঙ্গলবার টাউন হল মাঠে অনুষ্ঠেয় জেলা আওয়ামী লীগের জনসভা বানচালের উদ্দেশ্যে তাঁর ওপর বোমা হামলা চালানো হয়েছে।
No comments