ডাক ও টেলিমন্ত্রীর অসহিষ্ণু আচরণের নিন্দা- বিবৃতি সাংবাদিকদের
নিজস্ব সংবাদদাতা, নরসিংদী , ১০ জানুয়ারি একটি দৈনিক পত্রিকা ও একটি টিভি চ্যানেলের নরসিংদী প্রতিনিধি এবং নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারম্নল পারভেজকে প্রকাশ্য জনসভায় ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল এবং দেখে নেয়ার হুমকি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
গত শনিবার বেলাব উপজেলার ওযারী বটেশ্বরে নবম উৎখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করার সময় মোঃ মাজহারম্নল পারভেজকে মন্ত্রী ডেকে নিয়ে প্রবীণ সাংবাদিক, শত শত আওয়ামী লীগ নেতাকমর্ী ও সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের সামনে এ অশোভন আচরণ করেন। মন্ত্রীর এ আচরণে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন নরসিংদীর সাংবাদিকরা। এ বিষয়ে বিবৃতিদাতা সাংবাদিকরা হলেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টিভি চ্যানেলের নরসিংদী প্রতিনিধি হাবিবুর রহমান, সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা মোসত্মফা কামাল সরকার, সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের নরসিংদী প্রতিনিধি সরকার আদম আলী, সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নরসিংদী সংবাদদাতা নিবারণ রায়, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক অবজারভার ও বাংলাদেশ বেতারের নরসিংদী প্রতিনিধি আব্দুর রহিম, এটিএন বাংলার নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ, দৈনিক উত্তাপের সম্পাদক এ্যাডভোকেট লিয়াকত হোসেন, দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক মোঃ ফারম্নক মিয়া, দৈনিক সংবাদের নরসিংদী প্রতিনিধি অ্যাড. আব্দুল হান্নান ভূঞা, দৈনিক বাংলাদেশ টুডের নরসিংদী প্রতিনিধি মশিউর রহমান সেলিম, বার্তা সংস্থা ইউএনবির নরসিংদী প্রতিনিধি আসাদুল হক পলাশ, দৈনিক যুগানত্মর ও এনটিভির নরসিংদী প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, দৈনিক দিনকাল ও চ্যানেল ওয়ানের নরসিংদী প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক ভোরের কাগজ ও একুশে টিভির নরসিংদী প্রতিনিধি মাখন দাস, দৈনিক খবরের নরসিংদী প্রতিনিধি ফজলুল হক, চ্যানেল আইয়ের নরসিংদী প্রতিনিধি বদরম্নল আমীন চৌধুরী, দৈনিক ডেসটিনির নরসিংদী প্রতিনিধি আবুল বাশার বাছির, দৈনিক কালের কণ্ঠের নরসিংদী প্রতিনিধি সুমন বর্মন, দৈনিক শক্তির নরসিংদী প্রতিনিধি এটিএম মোসত্মফা বাবর, দৈনিক একুশে পত্রিকার নরসিংদী প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দৈনিক যায়যায়দিনের নরসিংদী প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক গ্রামীণ দর্পণের সম্পাদক আনোয়ার কামাল, দৈনিক রম্নপসী বাংলা নরসিংদী প্রতিনিধি তোফাজ্জল হোসেন, দৈনিক দেশবাংলার নরসিংদী প্রতিনিধি সোহেল এস হোসেন, দৈনিক রূপালী দেশের নরসিয়দী প্রতিনিধি জাকির হোসেন ভূঞা, ইসলামী টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি কামরম্নল ইসলাম কামাল, দৈনিক নিউ নেশনের নরসিংদী প্রতিনিধি সাইফুলস্না মোহাম্মদ দুলাল, দেশ টিভির নরসিংদী প্রতিনিধি সঞ্জিত সাহা, দিগনত্ম টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল, সাপ্তাহিক নরসিংদী কণ্ঠের সম্পাদক জয়নুল আবেদীন, সাপ্তাহিক সাতদিনের কণ্ঠের সম্পাদক আহাদুল হক সমির, সাপ্তাহিক অতিক্রমের সম্পাদক আফরোজা আহমেদ, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি টিএইচ আজাদ, সাধারণ সম্পাদক মাজেদুল হক রুবেল, শিবপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের শিবপুর প্রতিনিধি একেএম শাজাহান, সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম খান ও রায়পুরা, পলাশ, মনোহরদী, বেলাব এবং মাধবদী প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ শতাধিক সাংবাদিক এই নিন্দা বার্তায় স্বাক্ষর করেছেন।
No comments